Dakshin Dinajpur News: জলস্তর বৃদ্ধি পেতেই আত্রেয়ীর নদী বাঁধে ৭টি ফাটল! মোকাবিলায় প্রশাসনের তৎপরতা

Last Updated:

Dakshin Dinajpur News: আত্রেয়ীর জল এখনও বিপদ সীমা না ছুলেও আত্রেয়ী নদীর বাঁধে সাতটি ফাটল দেখা দিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা যায়, এখনও পর্যন্ত বন্যা কবলিত মানুষের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার।

+
আত্রেয়ী

আত্রেয়ী নদীর বাঁধে ফাটল 

দক্ষিণ দিনাজপুর: বন্যা পরিস্থিতির আরও অবনতি হল দক্ষিণ দিনাজপুর জেলায়। টাঙ্গন এবং পুনর্ভবা নদীর জল ইতিমধ্যেই বিপদ সীমার উপর দিয়ে বইছে। পাশাপাশি জেলার প্রধান নদী আত্রেয়ীর জল এখনও বিপদ সীমা না ছুলেও আত্রেয়ী নদীর বাঁধে সাতটি ফাটল দেখা দিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা যায়, এখনও পর্যন্ত বন্যা কবলিত মানুষের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার। ৬৬ টি ফ্লাড শেল্টারে বন্যা কবলিত ৪৫০০ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে প্রশাসনের তরফ থেকেই তাদের খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক।
জেলা প্রশাসন সূত্রের খবর, শেষ দু’রাত পর্যন্ত ১৯৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গঙ্গারামপুর মহকুমা এলাকায়। বালুরঘাট মহকুমা এলাকা বৃষ্টিপাতের পরিমাণ কম। এর পরেই বাড়তে থাকে নদীর জলস্তর, ক্ষয়ক্ষতির পরিমাণ গঙ্গারামপুর মহকুমায় বেশি। অবশ্য জেলাশাসক দাবি করেছেন, দ্রুত সেই বাঁধ মেরামতের কাজ শুরু করেছে সেচ দফতর। বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে যান এবং দ্রুত সারাইয়ের নির্দেশ দেন। বেশ কয়েক জায়গায় বাঁধ বসে যাওয়া এবং বাঁধ ভেঙে নীচ দিয়ে জল ঢুকতে শুরু করেছে চকভৃগু গ্রাম পঞ্চায়েত এলাকায়।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাঁধ মেরামতের জন্য কাউকে উদ্যোগ নিতে দেখা যায়নি।এমনকী সারা বছর বাঁধের যে রক্ষণাবেক্ষণ করার প্রয়োজন সে বিষয়েও সংশ্লিষ্ট দফতর কিছুই করেনি। প্রতি বছরই নদীতে জল বাড়লে একই সমস্যা দেখা যায়। জল বাড়লেই যখন বাঁধের পরিস্থিতি খারাপ হয় তখনই এসে বাঁধ সরানোর চেষ্টা করেন আধিকারিকরা। বিগত ২৪ ঘন্টায় যা বৃষ্টিপাত হয়েছে এই বৃষ্টিপাত সাধারণ বৃষ্টিপাতের তুলনায় তিনগুণ বেশি।জেলায় বিগত তিন দিনে তিনজনের মৃত্যু হয়েছে বাজ পড়ে। দু’জন বংশিহারির বাসিন্দা, একজন কুশমণ্ডির। ১৫০০ মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গঙ্গারামপুরের হোসেনপুর এলাকায় পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে গিয়ে বিস্তীর্ণ অঞ্চলের চাষের জমি জলের তলায়।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: জলস্তর বৃদ্ধি পেতেই আত্রেয়ীর নদী বাঁধে ৭টি ফাটল! মোকাবিলায় প্রশাসনের তৎপরতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement