বাদ গেলেন না মা লক্ষ্মী! মায়ের পুজোয় পুরোহিতদেরই নকল টাকা গছিয়ে চম্পট ভক্ত
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
ধনলক্ষ্মীর এই কঠোর আবাহন শেষে যে এমন ভাবে প্রতারিত হতে হবে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি ৫১ জন পণ্ডিত ৷
#সীতাপুর: ঘরে আসুক মা লক্ষ্মী ৷ সিন্দুক উপছে পড়ুক ধনসম্পদে ৷ গৃহে থাকুক শান্তি ৷ তার জন্য একটানা ১৪ দিন ধরে চলল বিরাট পুজো ৷ এই বিশেষ পুজোর আয়োজনে ছিলেন ৫১ জন পণ্ডিত ৷ ধনলক্ষ্মীর এই কঠোর আবাহন শেষে যে এমন ভাবে প্রতারিত হতে হবে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি ৫১ জন পণ্ডিত ৷ ছাড় পেলেন না মা লক্ষ্মীও, পুজো শেষে লক্ষ্মীর বদলে হাতে এল নকল টাকা ৷
এমনই আশ্চর্যজনক প্রতারণার ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বস্তির সীতাপুরে ৷ অভিযোগ, ধনসম্পদ ও সুখশান্তির জন্য বিশেষ পুজো ও আবাহন করতে সীতাপুরের এক আশ্রমে ডাকা হয়েছিল অযোধ্যা থেকে বিখ্যাত পন্ডিত অজয় কুমার ত্রিপাঠী সহ ৫১ জন পুরোহিতের দলকে ৷ ১৪ দিনের কঠিন পুজো শেষে তাদের হাতে ৮.৫ লাখ টাকা দক্ষিণা তুলে দেন আশ্রমের সঞ্চালিকা গীতা পাঠক ৷
advertisement
पंडितों को भी नही छोड़ा😂🤣.. यूपी के सीतापुर में अयोध्या और बस्ती के 51 पंडितों ने 14 दिन तक विशेष पूजा करवाई.. दक्षिणा के तौर पर क़रीब 8.5 लाख रूपये मिले लेकिन इनमें से क़रीब 5.5 लाख रूपये नक़ली निकले 😂😂🤣 pic.twitter.com/dQDBCARuZ2
— यतेन्द्र शर्मा @YatendraMedia (@YatendraMedia) August 27, 2020
advertisement
advertisement
পরে পুরোহিতরা নিজেদের মধ্যে দক্ষিণা ভাগ করতে গিয়ে আবিষ্কার করেন বিশাল বড় প্রতারণার ফাঁদে পড়েছেন তাঁরা ৷ দক্ষিণাস্বরূপ দেওয়া ৮.৫ লাখ টাকার মধ্যে সাড়ে পাঁচ লাখ টাকা নকল ৷ তৎক্ষণাৎ পুলিশে অভিযোগ দায়ের করা হয় ৷ পুলিশ আশ্রম মালিক ও সঞ্চালিকা ওই মহিলার খোঁজে গেলে সেখানে কাউকেই পাওয়া যায়নি ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১০০, ২০০, ৫০০ এবং ২০০০-এর জাল নোটে পুরোহিতদের দক্ষিণা দেওয়া হয় ৷ পলাতক মহিলার সঙ্গে সঙ্গে জাল নোটের উৎস জানতে তদন্তে নেমেছে পুলিশ ৷
Location :
First Published :
August 27, 2020 10:40 PM IST