বাদ গেলেন না মা লক্ষ্মী! মায়ের পুজোয় পুরোহিতদেরই নকল টাকা গছিয়ে চম্পট ভক্ত

Last Updated:

ধনলক্ষ্মীর এই কঠোর আবাহন শেষে যে এমন ভাবে প্রতারিত হতে হবে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি ৫১ জন পণ্ডিত ৷

#সীতাপুর: ঘরে আসুক মা লক্ষ্মী ৷ সিন্দুক উপছে পড়ুক ধনসম্পদে ৷ গৃহে থাকুক শান্তি ৷ তার জন্য একটানা ১৪ দিন ধরে চলল বিরাট পুজো ৷ এই বিশেষ পুজোর আয়োজনে ছিলেন ৫১ জন পণ্ডিত ৷ ধনলক্ষ্মীর এই কঠোর আবাহন শেষে যে এমন ভাবে প্রতারিত হতে হবে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি ৫১ জন পণ্ডিত ৷ ছাড় পেলেন না মা লক্ষ্মীও, পুজো শেষে লক্ষ্মীর বদলে হাতে এল নকল টাকা ৷
এমনই আশ্চর্যজনক প্রতারণার ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বস্তির সীতাপুরে ৷ অভিযোগ, ধনসম্পদ ও সুখশান্তির জন্য বিশেষ পুজো ও আবাহন করতে সীতাপুরের এক আশ্রমে ডাকা হয়েছিল অযোধ্যা থেকে বিখ্যাত পন্ডিত অজয় কুমার ত্রিপাঠী সহ ৫১ জন পুরোহিতের দলকে ৷ ১৪ দিনের কঠিন পুজো শেষে তাদের হাতে ৮.৫ লাখ টাকা দক্ষিণা তুলে দেন আশ্রমের সঞ্চালিকা গীতা পাঠক ৷
advertisement
advertisement
advertisement
পরে পুরোহিতরা নিজেদের মধ্যে দক্ষিণা ভাগ করতে গিয়ে আবিষ্কার করেন বিশাল বড় প্রতারণার ফাঁদে পড়েছেন তাঁরা ৷ দক্ষিণাস্বরূপ দেওয়া ৮.৫ লাখ টাকার মধ্যে সাড়ে পাঁচ লাখ টাকা নকল ৷ তৎক্ষণাৎ পুলিশে অভিযোগ দায়ের করা হয় ৷ পুলিশ আশ্রম মালিক ও সঞ্চালিকা ওই মহিলার খোঁজে গেলে সেখানে কাউকেই পাওয়া যায়নি ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১০০, ২০০, ৫০০ এবং ২০০০-এর জাল নোটে পুরোহিতদের দক্ষিণা দেওয়া হয় ৷ পলাতক মহিলার সঙ্গে সঙ্গে জাল নোটের উৎস জানতে তদন্তে নেমেছে পুলিশ ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
বাদ গেলেন না মা লক্ষ্মী! মায়ের পুজোয় পুরোহিতদেরই নকল টাকা গছিয়ে চম্পট ভক্ত
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement