#নয়ডা: উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের দাদরি পুলিশ স্টেশন এলাকায় মোষ চুরির করতে যাওয়া অপরাধীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় মর্মান্তিক পরিণতির শিকার হতে হয়েছে মহিলাকে ৷ চুরি করতে যাওয়া অভিযুক্তরা মহিলার গণধর্ষণ করে বলে অভিযোগ ৷ এরপর মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ৷ চারজন অপরাধীরা মহিলার বাড়ির দুটি মোষ চুরি করতে গিয়েছিল ৷ সেই সময় মহিলা দেখতে পেয়ে তার প্রতিবাদ জানায় ৷
মহিলার চিৎকার করতে শুরু করলে তার উপর চড়াও হয় অপরাধীরা ৷ প্রথমে বেধড়ক মারধর ও পরে মহিলার গণধর্ষণ করে অভিযুক্তরা ৷ উত্তরপ্রদেশের যোগী সরকার লাগাতার মহিলা ও মেয়েদের সুরক্ষার জন্য একাধিক পদক্ষেপ নিয়েই চলেছে ৷ কিন্তু ধর্ষণ ও মহিলাদের উপরের নির্যাতনের ঘটনা যেন কমছেই না ৷ আর এর জেরেই বারবার মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেই চলেছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gangrape