আমার সামনে লোকটা হস্তমৈথুন করল,কেউ কিছু প্রতিবাদ করল না,জানালেন আতঙ্কিত মেট্রো যাত্রী

Last Updated:
#গুরুগ্রাম: গুরুগ্রামে হুডা মেট্রো স্টেশন থেকে বাইরে আসছিলেন তিনি৷ এসকলেটরে উঠেছিলেন তার জন্য৷ সেখানেই বুঝলেন তার পিছনের দিকে কিছু একটা কাণ্ড ঘটছে৷ পিছনের দিকে তাকাতেই আতঙ্কিত হয়ে পড়লেন৷ চলমান সিঁড়িতে তার পাশে দাঁড়ানো পুরুষটি প্রায় তার শরীর ঘেঁষেই হস্তমৈথুন করছিলেন৷ ভীষণ ঘারড়ে গেলেন মহিলা, চিৎকার করতে থাকলেন৷ প্রথমে থতমত খেয়েও নিজেকে সামলে নিলেন৷ সজোরে থাপ্পড় মারলেন ওই ব্যক্তিকে৷ কিন্তু পাশে দাঁড়ানো যাত্রীরা কেউ কিছু প্রতিবাদ করলেন না৷ এমনই জানিয়েছেন মহিলা৷
সোশ্যাল মিডিয়ায় নিজের এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি৷ বন্ধুর সঙ্গে দেখা করতে গুরুগ্রামের হুডা মেট্রো স্টেশনে গিয়েছিলেন মহিলা৷ তিনি আরও জানিয়েছেন যে সামনে কোনও পুলিশকর্মী ছিলেন না৷ তবে ঘটনার বিবরণ জানাতে তিনি পৌঁছে যান পুলিশ চৌকি৷ সেটা বন্ধ থাকায় তিনি কোনও অভিযোগ জানাতে পারেননি৷
advertisement
advertisement
বিনামূল্যে মহিলাদের মেট্রোয় যাত্রার সুবিধা চালু করেছে দিল্লি পুলিশ৷ সেই প্রসঙ্গ টেনে তিনি জানিয়েছেন যে বিনামূল্যে যাত্রা নয়, চাই নিরাপত্তা৷
এরপর দিল্লি মেট্রোরেল কর্পোরেশনের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন তিনি৷ CCTV ফুটেজ দেখে অভিযুক্তকে সনাক্ত করা হয়৷ তবে FIR করা নিয়ে দ্বন্দ্বে মহিলা৷ তিনি ভয় পাচ্ছেন যে কোনরকম পদক্ষেপ নিলে যদি বিপদ আরও বাড়ে৷
বাংলা খবর/ খবর/ক্রাইম/
আমার সামনে লোকটা হস্তমৈথুন করল,কেউ কিছু প্রতিবাদ করল না,জানালেন আতঙ্কিত মেট্রো যাত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement