corona virus btn
corona virus btn
Loading

আমার সামনে লোকটা হস্তমৈথুন করল,কেউ কিছু প্রতিবাদ করল না,জানালেন আতঙ্কিত মেট্রো যাত্রী

আমার সামনে লোকটা হস্তমৈথুন করল,কেউ কিছু প্রতিবাদ করল না,জানালেন আতঙ্কিত মেট্রো যাত্রী
Representative Image
  • Share this:

#গুরুগ্রাম: গুরুগ্রামে হুডা মেট্রো স্টেশন থেকে বাইরে আসছিলেন তিনি৷ এসকলেটরে উঠেছিলেন তার জন্য৷ সেখানেই বুঝলেন তার পিছনের দিকে কিছু একটা কাণ্ড ঘটছে৷ পিছনের দিকে তাকাতেই আতঙ্কিত হয়ে পড়লেন৷ চলমান সিঁড়িতে তার পাশে দাঁড়ানো পুরুষটি প্রায় তার শরীর ঘেঁষেই হস্তমৈথুন করছিলেন৷ ভীষণ ঘারড়ে গেলেন মহিলা, চিৎকার করতে থাকলেন৷ প্রথমে থতমত খেয়েও নিজেকে সামলে নিলেন৷ সজোরে থাপ্পড় মারলেন ওই ব্যক্তিকে৷ কিন্তু পাশে দাঁড়ানো যাত্রীরা কেউ কিছু প্রতিবাদ করলেন না৷ এমনই জানিয়েছেন মহিলা৷

সোশ্যাল মিডিয়ায় নিজের এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি৷ বন্ধুর সঙ্গে দেখা করতে গুরুগ্রামের হুডা মেট্রো স্টেশনে গিয়েছিলেন মহিলা৷ তিনি আরও জানিয়েছেন যে সামনে কোনও পুলিশকর্মী ছিলেন না৷ তবে ঘটনার বিবরণ জানাতে তিনি পৌঁছে যান পুলিশ চৌকি৷ সেটা বন্ধ থাকায় তিনি কোনও অভিযোগ জানাতে পারেননি৷

আরও পড়ুন জঙ্গিদের গুলিতে মারা গেছে বাবা, ছোট ছেলেকে কোলে নিয়ে অঝোরে কান্না সিনিয়র পুলিশ অফিসারের

বিনামূল্যে মহিলাদের মেট্রোয় যাত্রার সুবিধা চালু করেছে দিল্লি পুলিশ৷ সেই প্রসঙ্গ টেনে তিনি জানিয়েছেন যে বিনামূল্যে যাত্রা নয়, চাই নিরাপত্তা৷ এরপর দিল্লি মেট্রোরেল কর্পোরেশনের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন তিনি৷ CCTV ফুটেজ দেখে অভিযুক্তকে সনাক্ত করা হয়৷ তবে FIR করা নিয়ে দ্বন্দ্বে মহিলা৷ তিনি ভয় পাচ্ছেন যে কোনরকম পদক্ষেপ নিলে যদি বিপদ আরও বাড়ে৷

First published: June 18, 2019, 2:28 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर