ছেলেকে টিউশনে দিয়ে ফিরছিলেন, বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে মহিলাকে গণধর্ষণ খড়দহে
Last Updated:
#খড়দহ: খড়দহের পাটুলিয়ায় গণধর্ষণের অভিযোগ। ছেলেকে টিউশনে দিয়ে বাড়ি ফেরার পথে আক্রান্ত মহিলা। বাড়ির সামনে থেকে মুখে রুমাল চাপা দিয়ে তাঁকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় মহিলাকে। ঘোলা স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা। চারজনের বিরুদ্ধে ঘোলা থানায় অভিযোগ দায়ের।
ক্লাস সেভেনে পড়া ছেলেকে প্রাইভেট টিউটরের কাছে পড়তে দিয়ে বাড়ি ফিরছিলেন খড়দহের পাটুলিয়ার বাসিন্দা । বাড়ি থেকে তিন-চারটি বাড়ি পড়েই প্রাইভেট টিউটরের সেন্টার। অভিযোগ, বাড়ির সামনে থেকে তাঁকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। নির্যাতিতার দাবি, বাড়ির কাছেই একটি পরিত্যক্ত জমিতে বসে মদ্যপান করছিল চারজন যুবক। বাড়ির সামনে মুখঢাকা দুই যুবক তাঁর মুখে রুমাল চাপা দিয়ে তুলে নিয়ে যায়। এরপর পাশের ঝোপে চারজন মিলে তাঁকে গণধর্ষণ করে। পরে চম্পট দেয় তারা। মহিলার গোঙানি শুনে এলাকাবাসীরা এসে তাঁকে উদ্ধার করেন৷
advertisement
advertisement
এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনায় বহিরাগতদের সঙ্গে স্থানীয় যুবকদের জড়িয়ে থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। দুষ্কৃতীদের শাস্তির দাবিতে সরব স্থানীয়রা।
Location :
First Published :
January 03, 2019 12:08 PM IST