#জয়নগর: জয়নগরে বাড়ি ফেরার পথে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বধূকে গণধর্ষণের অভিযোগ। সোমবার শিয়ালদহ দক্ষিণের বারুইপুরে ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হয়। অনেক রাতে এক বান্ধবীকে নিয়ে জয়নগরের বহড়ু স্টেশনে নামেন ওই মহিলা। সেই সময় তাদের পিছু নেয় তিন যুবক।
কিছুটা যাওয়ার পরই আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের পেয়ারা বাগানে নিয়ে যায়। নির্যাতিতার বান্ধবী কোনও মতে পালিয়ে গেলেও ওই বধূকে তিনজন ধর্ষণ করে বলে অভিযোগ। মহিলার বান্ধবী স্থানীয় বাসিন্দাদের নিয়ে এসে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন নির্যাতিতাকে। ঘটনায় রাজেশ খান ও শাহিদ হালদার নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।