হোম /খবর /দেশ /
ডান হাতে 'S' লেখা ট্যাটু, লেকে ভাসছে প্লাস্টিকে মোড়া মহিলার দেহ! চাঞ্চল্য...

ডান হাতে 'S' লেখা ট্যাটু, লেকে ভাসছে প্লাস্টিকে মোড়া মহিলার দেহ! হায়দরাবাদে চাঞ্চল্য...

Representative Image

Representative Image

হায়দরাবাদের লেকে ভেসে ওঠা এই মহিলার দেহ নিয়ে শুরু চাপানউতোর৷ মহিলার হাতের ট্যাটুটি দেখে পরিচয় জানার চেষ্টা চলছে৷

  • Last Updated :
  • Share this:

#হায়দরাবাদ: শনিবার হায়দরাবাদের একটি লেকে প্লাস্টিকে মোড়া মহিলার দেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ায়৷ তার হাত-পা বাঁধা ছিল কাপড় দিয়ে৷ স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেন পুলিশে৷ খুনের অভিযোগ দায়ের হয়েছে এই ঘটনায়৷

৩০ থেকে ৪০ বছরের মধ্যে এই মহিলার বয়স৷ দেহ দেখে অনুমান পুলিশের৷ মহিলার ডান হাতে রয়েছে S লেখা ট্যাটুও৷ সুন্নম ছেরুভু লেকে ভাসছিল মহিলার দেহ৷ তবে এখনও তার পরিচয় জানা যায়নি৷ ট্যাটুর সূত্র ধরে মহিলার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ অনুমান মহিলার নাম S বা স দিয়ে হতে পারে৷ বা তাঁর কোনও প্রিয়জনের নাম এই শব্দ দিয়ে হতে পারে৷ যার জন্য এই শব্দটি ছিল তার হাতে৷

ইন্সপেক্টর চন্দ্রশেখর রেড্ডি জানান, 'লেক থেকে দেহ উদ্ধার হয়েছে৷ হাত-পা কাপড় দিয়ে বাঁধা ছিল এবং দেহ মোড়ানো ছিল প্লাস্টিকে৷ ডান হাতের কব্জিতে ট্যাটু রয়েছে৷ ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে'৷ পুলিশের প্রাথমিক অনুমান, মহিলাকে খুন করা হয়েছে৷

Published by:Pooja Basu
First published:

Tags: Death, Woman body