টাকা ও সোনার লোভ দেখিয়ে তরুণীকে দেখিয়ে পাচারের চেষ্টা ! এলাকায় চরম উত্তেজনা

Last Updated:

উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত তিনজনকে উদ্ধার করে পুলিশ। তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

#দুর্গাপুর: টাকা ও সোনা গয়নার লোভ দেখিয়ে এক তরুণীকে নিয়ে যাওয়ার চেষ্টা, স্থানীয়রা আটকে রেখে পুলিশের হাতে তুলে দেয় এক মহিলা সহ তিন জনকে । মঙ্গলবার রাতে দুর্গাপুরের অঙ্গদপুরের ঘটনায় এলাকায় উত্তেজনা ।
দুর্গাপুরের অঙ্গদপুরের বাসন্তীপল্লীর বছর একুশের তরুণীকে নিয়ে অন্য কোনো অসৎ পরিকল্পনা ছিল ধৃত তিন জনের। আশঙ্কা ছিল ঐ তরুণীর ও তার আত্মীয়দের। তাদের অভিযোগ তরুণীকে তন্ত্রে মন্ত্রে বশীকরণ করে পাচার করার পরিকল্পনা ছিল।
সমীর বিশ্বাস, জ্যোৎস্না বিশ্বাস ও নারায়ণ বিশ্বাস নামে তিন জন স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ে । দুর্গাপুর মহকুমা হাসপাতালে ঠিকাদারের অধীনে কাজ করত বছর একুশের এই তরুণী । অভিযোগ মোটা টাকা আর সোনার গয়না দেওয়ার কথা বলে প্রায়শঃই তাকে লোভ দেখাতো দুই ব্যাক্তি । এমনকি তরুণীকে সবসময় তারা নজরদারিতে রাখত বলে অভিযোগ ।
advertisement
advertisement
মঙ্গলবার সন্ধেয় দুর্গাপুরনগর নিগমের ৩৭ নম্বর ওয়ার্ডের অঙ্গদপুরের বাসন্তীপল্লীতে তরুণীর বাড়িতে চলে আসে সমীর বিশ্বাস, নারায়ণ বিশ্বাস আর সাথে ছিল জ্যোৎস্না বিশ্বাস নামে এক মহিলা । তরুণীর বাবাকে বলা হয় যদি তাদের হাতে মেয়েটিকে তুলে দেওয়া হয় তাহলে টাকা আর বেশ কয়েকভরি সোনা দেওয়া হবে ।
এরপর তরুণীর বাবা এই তিনজনকে বসিয়ে রেখে স্থানীয় ক্লাবের সদস্যদের খবর দেয়। এরপর ক্লাবের সদস্যরা এসে আটকে রাখে এই তিনজনকে। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলার স্বরূপ মন্ডল ও দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ । উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত তিনজনকে উদ্ধার করে পুলিশ। তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বাংলা খবর/ খবর/ক্রাইম/
টাকা ও সোনার লোভ দেখিয়ে তরুণীকে দেখিয়ে পাচারের চেষ্টা ! এলাকায় চরম উত্তেজনা
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement