হোম /খবর /ক্রাইম /
বিকৃত যৌনতায় বাধ্য করত! সহ্য করতে না পেরে স্বামীকে খুন করল স্ত্রী

বিকৃত যৌনতায় বাধ্য করত! সহ্য করতে না পেরে স্বামীকে খুন করল স্ত্রী

অভিযুক্ত শিক্ষিকা তার স্বামীকে হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে গিয়ে তিনি জানান যে বিছানা থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছে সুন্দর ৷

  • Last Updated :
  • Share this:

#মাদুরাই: দিনের পর দিন ধরে চলত নির্মম শারীরিক নির্যাতন ৷ সহ্য করতে না পেরে পেশায় স্কুল শিক্ষিকা মহিলা পরিবারের সদস্যদের সাহায্য খুন করল স্বামীকে ৷ মৃত ব্যক্তির নাম ই সুন্দর (৩৪)৷ আট বছর আগে স্কুল শিক্ষিকার সঙ্গে বিয়ে হয় সুন্দরের ৷ তাদের একটি মেয়েও রয়েছে ৷

অভিযুক্ত শিক্ষিকা তার স্বামীকে হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে গিয়ে তিনি জানান যে বিছানা থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছে সুন্দর ৷ তবে চিকিৎসকেরা জানিয়েছে যে সুন্দরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল ৷ মৃত সন্দরের গোপনাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে ৷ সন্দেহ হওয়ায় তদন্ত শুরু করে পুলিশ ৷

সন্দেহ হওয়ায় মৃতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ ৷ আর তাতেই ভেঙে পড়ে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন স্কুল শিক্ষিকা ৷ তিনি জানিয়েছেন, পরিবারের সদস্যদের সাহায্যে সুন্দরকে খুন করেছেন ৷ তিনি আরও জানিয়েছেন, মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে তাকে অপ্রাকৃতিক যৌনতায় বাধ্য করত ৷ মানা করলে মারধরও করত ৷

দিনের পর দিন এই অত্যাচার সহ্য করতে না পেরে বৃহস্পতিবার তার দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় অভিযু্ত মহিলা ৷ এরপর তাকে একটি প্লাস্টিকের ব্যাগ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ৷ এরপর তার স্ত্রী গোপনাঙ্গে আঘাত করাতে মৃত্যু হয় ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Madurai, Murder, Wife Murdered Husband