‘এমন নৃশংস ঘটনাতেও রাজনীতি, আমরা কোথায় নেমে গিয়েছি’, কাঠুয়ায় ঘটনায় প্রতিবাদে রাহুল গান্ধি

Last Updated:

‘এমন নৃশংস ঘটনাতেও রাজনীতি, আমরা কোথায় নেমে গিয়েছি’, কাঠুয়ায় ঘটনায় প্রতিবাদে রাহুল গান্ধি

 #নয়াদিল্লি: আট বছরের বালিকাকে সাতদিন আটকে রেখে লাগাতার গণধর্ষণ। তারপর নির্মমভাবে খুন। পুলিশের চার্জশিটের পর তিন মাস আগের জম্মুর হাড়হিম ঘটনা প্রকাশ্যে আসতেই দেশজুড়ে তোলপাড়। বৃহস্পতিবার এই ঘটনায় অবশেষে মুখ খুললেন রাহুল গান্ধি ৷
বয়স মাত্র আট। ফুটফুটে মেয়েটি আদরের ঘোড়াটিকে চরাতে চরাতে চলে গিয়েছিল বাড়ির অদূরে বনের ধারে। তারপর সাতদিন কোনও খোঁজ নেই। সাতদিন পর বনের পথেই উদ্ধার হল তার ক্ষতবিক্ষত মৃতদেহ। ১৭ জানুয়ারি দেহ উদ্ধারের তিন মাস পর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
চার্জশিটে পুলিশি তদন্তের যে ছবি উঠে এসেছে তা হাড়হিম করা বললেও কম। দেবস্থানে ঘুমের ওষুধ খাইয়ে আটক অবসন্ন মেয়েটিকে সাতদিন ধরে ধর্ষণ করে ছ-জন। এদের মধ্যে দুজন পুলিশকর্মী। এমনকি মেরঠ থেকেও লালসা মেটাতে ডেকে নিয়ে যায় ঘটনার মূলচক্রী দেবস্থানের কেয়ারটেকার। ক্ষুধার্ত, মৃতপ্রায় মেয়েটিকে খুনের আগেও রেয়াত করা হয়নি। গলায় ফাঁস দিয়ে মারার আগেও তাকে শেষবারের মতো ধর্ষণ করে এক পুলিশ কর্মী। তারপর মুখ-মাথা পাথর দিয়ে থেঁতলে মারা হয় মেয়েটিকে। দেহ ফেলে দেওয়া হয় বনের পথে।
advertisement
advertisement
এমন নৃশংস ঘটনাতেও পুরোদমে চলছে রাজনীতি। একজন রাজনীতিবিদ হিসেবে এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে রাহুল গান্ধি বলেন, ‘কোথায় নেমে গিয়েছি আমরা! একজন নিষ্পাপ শিশুর প্রতি এমন অকল্পনীয় নৃশংস অত্যাচারের ঘটনাতেও আমরা রাজনীতি করছি ৷’ এদিন ট্যুইটারে কংগ্রেস সভাপতি কাঠুয়া ধর্ষণকাণ্ডের লেখেন, ‘কি করে এমন নৃশংস ঘটনার অপরাধীদের কেউ আড়াল করতে পারে? ছোট্ট মেয়েটির সঙ্গে যা হয়েছে তা মানবতা বিরুদ্ধ ৷ এমন ঘটনার অভিযুক্তদের কিছুতেই সাজা না দিয়ে মুক্ত ছেড়ে দেওয়া সম্ভব নয় ৷’
advertisement
নৃশংস ঘটনার প্রতিবাদে আগেই গর্জে উঠেছে উপত্যকা। অন্যদিকে, জম্মু বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের একাংশ এই ঘটনায় অভিযুক্ত আটজনের গ্রেফতারির বিরোধিতায় সরব ৷ তাদের দাবি, এই ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়কে ফাঁসানো হয়েছে ৷ জানা গিয়েছে, এই প্রতিবাদের সঙ্গে যুক্ত আইনজীবীদের ভূমিকা খতিয়ে দেখতে শনিবার বৈঠকে বসছে জম্মু বার অ্যাসোসিয়েশন ৷
এতেই শেষ নয়, উল্টো প্রতিবাদ সমানতালে চলছে। ধৃতদের সমর্থনে মুখ খুলেছেন রাজ্যের দুই বিজেপি মন্ত্রী। পুলিশের তদন্ত, চার্জশিটের বিরোধিতায় সড়ক, রেল অবরোধও হয়েছে। চার্জশিট পেশের বিরোধিতা করে ফেব্রুয়ারি মাসে হিন্দু একতা মঞ্চ জাতীয় পতাকা টাঙিয়ে স্টেজ বেঁধে ধর্ষণে অভিযুক্ত পুলিশ অফিসারের মুক্তির দাবিতে আওয়াজ তোলে ।
advertisement
ঘটনার তিন মাস বাদে কাঠুয়ার নির্যাতিতা ন্যায়ের দাবিতে সোশ্যাল মিডিয়ায় আন্দোলন ৷ ঘরে-বাইরে চাপে পড়ে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে দোষীদের দ্রুত শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।
বাংলা খবর/ খবর/ক্রাইম/
‘এমন নৃশংস ঘটনাতেও রাজনীতি, আমরা কোথায় নেমে গিয়েছি’, কাঠুয়ায় ঘটনায় প্রতিবাদে রাহুল গান্ধি
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement