‘গাড়িতে নয়, হেঁটেই যাব থানায়’, এনকাউন্টারের ভয়ে পুলিশকে কাকুতি মিনতি অপরাধীর, উত্তরপ্রদেশের ভিডিও ভাইরাল

Last Updated:

দেখে নিন অপরাধী কীভাবে আবেদন -নিবেদন করছে... দেখে নিন উত্তরপ্রদেশের ভাইরাল ভিডিও ।

#কানপুর: কুখ্যাত অপরাধী বিকাশ দুবের হাড়হিম করা মৃত্যু, নাড়িয়ে  দিয়েছে উত্তরপ্রদেশের দুর্বৃত্তদের ৷ যে ভাবে ধরা পড়া বিকাশকে একের পর এক পদক্ষেপের পর এনকাউন্টারে হত্যা করা হয়েছে, তাতে আতঙ্ক তৈরি হয়েছে দুষ্কৃতীদের মনে ৷ সম্প্রতি পুলিশের হাতে ধরা পড়া এক কুখ্যাত অপরাধী সরাসরি অস্বীকার করল পুলিশের গাড়িতে উঠতে ৷ আর এই ভিডিও এই মুহূ্র্তে ভাইরাল ৷ সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে অপরাধীর এই ভিডিও ৷ এ দিকে এই ভিডিও কানপুরের বলে বাজারে ছড়ালেও কানপুরের এসএসপি-র দাবি, এই ভিডিও কানপুরের নয় ৷
এই ভিডিওতে দেখা যাচ্ছে, আধিকারিক ও কয়েকজন পুলিশ একজনকে একটি গাড়িতে তোলার চেষ্টা করছে ৷ এ দিকে এই ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে সে কোনওভাবেই গাড়িতে উঠে বসতে চাইছে না ৷ সে বারবার পুলিশকর্মীদের বলছে, সে গাড়িতে উঠে কোনওভাবেই পুলিশ স্টেশনে যাবে না, হেঁটে যাবে থানায় ৷ সে বারবার বলছে , ‘কে জানে কখন গাড়ি উল্টে যাবে আর তারপরেই তারও এনকাউন্টার হয়ে যাবে ৷ এরপরেও পুলিশরা জোর করে নিজেদের গাড়িতেই তাকে বসানোর চেষ্টা করছেন ৷ ’
advertisement
দেখে নিন সেই ভিডিও
advertisement
এসএসপি কানপুর জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও নাকি কোনওভাবেই কানপুরের নয় ৷ এই ভিডিও কানপুরের নামে বদনাম রটানোর জন্য ভাইরাল করা হচ্ছে ৷ মনে করা হচ্ছে এটি উত্তরপ্রদেশের কোনও একটি শহরের ৷ তবে এই ভিডিওর দুষ্কৃতী বা পুলিশ কেউই এখনও শনাক্ত করা যায়নি ।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
‘গাড়িতে নয়, হেঁটেই যাব থানায়’, এনকাউন্টারের ভয়ে পুলিশকে কাকুতি মিনতি অপরাধীর, উত্তরপ্রদেশের ভিডিও ভাইরাল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement