‘গাড়িতে নয়, হেঁটেই যাব থানায়’, এনকাউন্টারের ভয়ে পুলিশকে কাকুতি মিনতি অপরাধীর, উত্তরপ্রদেশের ভিডিও ভাইরাল

Last Updated:

দেখে নিন অপরাধী কীভাবে আবেদন -নিবেদন করছে... দেখে নিন উত্তরপ্রদেশের ভাইরাল ভিডিও ।

#কানপুর: কুখ্যাত অপরাধী বিকাশ দুবের হাড়হিম করা মৃত্যু, নাড়িয়ে  দিয়েছে উত্তরপ্রদেশের দুর্বৃত্তদের ৷ যে ভাবে ধরা পড়া বিকাশকে একের পর এক পদক্ষেপের পর এনকাউন্টারে হত্যা করা হয়েছে, তাতে আতঙ্ক তৈরি হয়েছে দুষ্কৃতীদের মনে ৷ সম্প্রতি পুলিশের হাতে ধরা পড়া এক কুখ্যাত অপরাধী সরাসরি অস্বীকার করল পুলিশের গাড়িতে উঠতে ৷ আর এই ভিডিও এই মুহূ্র্তে ভাইরাল ৷ সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে অপরাধীর এই ভিডিও ৷ এ দিকে এই ভিডিও কানপুরের বলে বাজারে ছড়ালেও কানপুরের এসএসপি-র দাবি, এই ভিডিও কানপুরের নয় ৷
এই ভিডিওতে দেখা যাচ্ছে, আধিকারিক ও কয়েকজন পুলিশ একজনকে একটি গাড়িতে তোলার চেষ্টা করছে ৷ এ দিকে এই ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে সে কোনওভাবেই গাড়িতে উঠে বসতে চাইছে না ৷ সে বারবার পুলিশকর্মীদের বলছে, সে গাড়িতে উঠে কোনওভাবেই পুলিশ স্টেশনে যাবে না, হেঁটে যাবে থানায় ৷ সে বারবার বলছে , ‘কে জানে কখন গাড়ি উল্টে যাবে আর তারপরেই তারও এনকাউন্টার হয়ে যাবে ৷ এরপরেও পুলিশরা জোর করে নিজেদের গাড়িতেই তাকে বসানোর চেষ্টা করছেন ৷ ’
advertisement
দেখে নিন সেই ভিডিও
advertisement
এসএসপি কানপুর জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও নাকি কোনওভাবেই কানপুরের নয় ৷ এই ভিডিও কানপুরের নামে বদনাম রটানোর জন্য ভাইরাল করা হচ্ছে ৷ মনে করা হচ্ছে এটি উত্তরপ্রদেশের কোনও একটি শহরের ৷ তবে এই ভিডিওর দুষ্কৃতী বা পুলিশ কেউই এখনও শনাক্ত করা যায়নি ।
বাংলা খবর/ খবর/ক্রাইম/
‘গাড়িতে নয়, হেঁটেই যাব থানায়’, এনকাউন্টারের ভয়ে পুলিশকে কাকুতি মিনতি অপরাধীর, উত্তরপ্রদেশের ভিডিও ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement