একতরফা প্রেম, 'শিক্ষা' দিতে বিষপ্রয়োগ করে খুন! উন্নাও-কাণ্ডে চাঞ্চল্য

Last Updated:

ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত বিনয় এবং তার এক সঙ্গী নাবালককে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের পুলিশ। পুলিশের দাবি, বিনয় জেরায় নিজের অপরাধের কথা স্বীকার করেছে। তবে প্রত্যেককে খুন করার পরিকল্পনা ছিল না ওই যুবকের।

#উন্নাও: উত্তরপ্রদেশের উন্নাওয়ে দুই দলিত মেয়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নয়া মোড়। পুলিশের দাবি, ধৃত বিনয় নামের ২৮ বছরের যুবক ওই তিন মেয়ের কোনও একজনকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। মেয়েটি প্রেমের প্রস্তাবে রাজি না হওয়াতেই এভাবে 'শিক্ষা' দেওয়ার ছক কষেছিল বিনয়। সে কারণে জমিতে বিষ মেশানো পানীয় জলের বোতল হাতে গিয়েছিল বিনয়। তবে বাকি দুই বোনও যে সেই জল পান করবে তা বুঝতে পারেনি ধৃত। ফলে কীটনাশক মেশানো জল খেয়ে সেখানেই মৃত্যু হয় দুই বোনের। বাকি একজন এই মুহূর্তে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত বিনয় এবং তার এক সঙ্গী নাবালককে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের পুলিশ। পুলিশের দাবি, বিনয় জেরায় নিজের অপরাধের কথা স্বীকার করেছে। তবে প্রত্যেককে খুন করার পরিকল্পনা ছিল না ওই যুবকের। যাকে সে প্রেমের প্রস্তাব দিয়েছিল, সেই মেয়েটি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুই বোন কীটনাশক মেশানো জল খেয়ে মারা গিয়েছেন ঘটনাস্থলেই।
advertisement
ঠিক কী হয়েছিল সেদিন?
advertisement
পুলিশ সূত্রে খবর, লকডাউনের সময় তিন বোনের একজনকে বিনয়ের ভালো লাগতে শুরু করে। রোজই তিন বোন মিলে খেতে গিয়ে ঘাস ও কাঠ কাটার কাজ করতে যেত। সেই সময় বিনয়ও প্রতিদিন সেখানে হাজির হত। এমনই একদিন এক বোনকে সে নিজের প্রেমের প্রস্তাব দেয় এবং ফোন নম্বর চায়। তবে মেয়েটি ফোন নম্বর দিতে রাজি হননি। এর পরই তাঁকে প্রাণে মারার ছক কষে বিনয়। সেই মতো সেদিন কীটনাশক মিশিয়ে দুটি জলের বোতল নিয়ে জমিতে যায়। তবে বাকি দুই বোন যে সেখান থেকে জল খাবে তা জানত না বিনয়। জল খাওয়ার পরই তাঁদের মুখ থেকে গ্যাঁজলা বেরোতে শুরু করলে ভয়ে পালিয়ে যায় দুই অপরাধী। প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে এবং পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ হাতে পেয়ে অপরাধীদের খোঁজ পায় পুলিশ। গ্রেফতার করা হয়।
advertisement
এই ঘটনার জেরে ফের একবার প্রশ্নের মুখে উত্তরপ্রদেশে মেয়েদের নিরাপত্তা। স্থানীয়দের অভিযোগ, কী ভাবে নিজেদের জমিতে দলিত মেয়েদের উপর নির্যাতন চালানো হল তার জবাব দিতে হবে প্রশাসনকে। এটি প্রশাসনের চরম ব্যর্থতা বলে অভিযোগ গ্রামবাসীদের। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে যুঝছে যে মেয়েটি, এখনও পর্যন্ত তাঁর বয়ান নেওয়া সম্ভব হয়নি।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
একতরফা প্রেম, 'শিক্ষা' দিতে বিষপ্রয়োগ করে খুন! উন্নাও-কাণ্ডে চাঞ্চল্য
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement