ট্যাক্সি চালককে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা দুই যাত্রীর ! গণপিটুনি অভিযুক্তদের

Last Updated:

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্থি থানার নীলকুঠি এলাকায়।

এক ট্যাক্সি চালককে ধারালো অস্ত্র দিয়ে আচমকাই খুনের চেষ্টা গুই যাত্রীর ৷ এরপর স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের ধরে গণপিটুনি দেন ৷ তার জেরে গুরুতর আহত ওই দুই অভিযুক্ত যাত্রী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্থি থানার নীলকুঠি এলাকায়।
আহত ট্যাক্সি চালক-সহ দুই যাত্রীকে গুরুতর জখম অবস্থায় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্যাক্সি চালক সুরেশ যাদবের দাবি, কলকাতার পিজি হাসপাতাল মোড় থেকে দুই যাত্রী আমতলাতে যাওয়ার জন্য ট্যাক্সি ভাড়া করে ৷ পরে আমতলায় পৌঁছে গেলেও ওই দুই যাত্রী রাজা বেগ ও আরফাজ আলি ট্যাক্সি চালককে আরও কিছুটা পথ নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে ৷ সেই মত ট্যাক্সি চালক গাড়ি নিয়ে রওনা দিলে বেশ কিছুটা যাওয়ার পর উস্থি থানার নীলকুঠির কাছে চলন্ত ট্যাক্সিতে চালক ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা করে ওই দুই যুবক ৷
advertisement
ট্যাক্সি চালকের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং দুই অভিযুক্ত যাত্রীকে ধরে চলে গণধোলাই। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর জখম অবস্থায় ট্যাক্সি চালক ও দুই অভিযুক্তকে উদ্ধার করে বানেশ্বরপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যায় উস্থি থানার পুলিশ। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাদেরকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। অন্যদিকে পুলিশ সূত্রে জানা যায়,  দুই অভিযুক্ত যাত্রী মগরাহাট থানা এলাকার ঝিনকির বাসিন্দা ৷ তারা কলকাতা থেকে দর্জির কাজ করে বাড়ি ফিরছিল । বর্তমানে আহত ৩ ব্যক্তি ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে চিকিৎসাধীন।পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে উস্থি থানার পুলিশ।পুলিশের প্রাথমিক অনুমান, ভাড়া সংক্রান্ত বিবাদ জেরে এই ঘটনা ঘটতে পারে ৷ অভিযুক্তরা কিছুটা সুস্থ হওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ।
advertisement
advertisement
অর্পন মন্ডল
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
ট্যাক্সি চালককে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা দুই যাত্রীর ! গণপিটুনি অভিযুক্তদের
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement