ট্যাক্সি চালককে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা দুই যাত্রীর ! গণপিটুনি অভিযুক্তদের

Last Updated:

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্থি থানার নীলকুঠি এলাকায়।

এক ট্যাক্সি চালককে ধারালো অস্ত্র দিয়ে আচমকাই খুনের চেষ্টা গুই যাত্রীর ৷ এরপর স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের ধরে গণপিটুনি দেন ৷ তার জেরে গুরুতর আহত ওই দুই অভিযুক্ত যাত্রী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্থি থানার নীলকুঠি এলাকায়।
আহত ট্যাক্সি চালক-সহ দুই যাত্রীকে গুরুতর জখম অবস্থায় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্যাক্সি চালক সুরেশ যাদবের দাবি, কলকাতার পিজি হাসপাতাল মোড় থেকে দুই যাত্রী আমতলাতে যাওয়ার জন্য ট্যাক্সি ভাড়া করে ৷ পরে আমতলায় পৌঁছে গেলেও ওই দুই যাত্রী রাজা বেগ ও আরফাজ আলি ট্যাক্সি চালককে আরও কিছুটা পথ নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে ৷ সেই মত ট্যাক্সি চালক গাড়ি নিয়ে রওনা দিলে বেশ কিছুটা যাওয়ার পর উস্থি থানার নীলকুঠির কাছে চলন্ত ট্যাক্সিতে চালক ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা করে ওই দুই যুবক ৷
advertisement
ট্যাক্সি চালকের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং দুই অভিযুক্ত যাত্রীকে ধরে চলে গণধোলাই। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর জখম অবস্থায় ট্যাক্সি চালক ও দুই অভিযুক্তকে উদ্ধার করে বানেশ্বরপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যায় উস্থি থানার পুলিশ। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাদেরকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। অন্যদিকে পুলিশ সূত্রে জানা যায়,  দুই অভিযুক্ত যাত্রী মগরাহাট থানা এলাকার ঝিনকির বাসিন্দা ৷ তারা কলকাতা থেকে দর্জির কাজ করে বাড়ি ফিরছিল । বর্তমানে আহত ৩ ব্যক্তি ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে চিকিৎসাধীন।পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে উস্থি থানার পুলিশ।পুলিশের প্রাথমিক অনুমান, ভাড়া সংক্রান্ত বিবাদ জেরে এই ঘটনা ঘটতে পারে ৷ অভিযুক্তরা কিছুটা সুস্থ হওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ।
advertisement
advertisement
অর্পন মন্ডল
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
ট্যাক্সি চালককে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা দুই যাত্রীর ! গণপিটুনি অভিযুক্তদের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement