‘‘বাড়ির কাছের গোডাউনে নিয়ে গেল তারপর যা তা করল ’’ ৮০ বছরের বৃদ্ধের যৌন লালসার শিকার শিশুরা
Last Updated:
#গান্ধীনগর : ৮০ বছরের এক বৃদ্ধের জঘন্য কাজ ৷ তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করল একাধিক শিশু ৷ যাদের বয়স ৯ থেকে ১০ বছর ৷
একাধিক শিশুকে নিজের লালসার শিকার বানাতেন এই বৃদ্ধ ৷ ৯ বছরের মাসুম নিজের অভিজ্ঞতার বিবরণ দিয়েছে পুলিশকে ৷ সে জানিয়েছে বৃদ্ধ তাঁকে টফির লোভ দেখিয়ে নিজের বাড়ির কাছের এক গোডাউনে ৷ সেখানে আরও দুটি ৯-১০ বছরেরই ছেলে মেয়ে ছিল ৷ যাঁরাও ওই বৃদ্ধের বিকৃত যৌন খিদের শিকার ৷
মাসুমকেও ঠিক একইভাবে যৌন নির্যাতন করে সেই ৮০ বছরের বৃদ্ধ ৷ এরপরেই এই শিশুরা গান্ধীনগর পুলিশ স্টেশনে ওই বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ৷
advertisement
advertisement
এরপরেই পুলিশ তদন্তে নামে , প্রাথমিক তদন্তের পর ৩৭৭ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷ যাতে পরবর্তী তদন্ত এগোনোর আগেই বৃদ্ধকে গ্রেফতার করা হবে ৷
Location :
First Published :
October 22, 2018 7:29 PM IST