টিভি সাংবাদিককে গুলি করে খুন উত্তর প্রদেশে
Last Updated:
#চান্দাউলি: দেশে সাংবাদিক খুনের ঘটনা লেগেই রয়েছে ৷ রবিবার উত্তর প্রদেশের চান্দাউলি জেলায় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন হেমন্ত সিং নামের এক সাংবাদিক। ধনাপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে নিজের আহিকোরার বাড়ি থেকে গবাদি পশুর খাবার আনতে কামলাপুর গিয়েছিলেন হেমন্ত। বাইকে করে ফেরার সময় শনিবার রাতেই তাঁকে দুষ্কৃতীরা খুন করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গুলির আওয়াজ পেয়ে তাঁরা ছুটে যান ৷ সেখানে দু’জন লোককে ছুটে পালিয়ে যেতে দেখেছেন তাঁরা। অন্য একটি সূত্রের দাবি, মাঝ রাস্তায় হেমন্তের বাইক থামিয়ে গুলি চালায় দুষ্কৃতীরা।
advertisement
হেমন্ত সিং উত্তর প্রদেশের একটি সংবাদ চ্যানেলের কর্মী। সেই সঙ্গে ফিল্মের কাজেও তিনি জড়িত ছিলেন বলে জানা যাচ্ছে ৷ গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
advertisement
Location :
First Published :
October 04, 2015 1:32 PM IST