#দুবাই: দুবাইয়ের আল কুশাইসের একটি শপিংমলে যৌনহেনস্তার শিকার দশ বছরের বালিকা ৷ শিশু কন্যাটিকে হেনস্তা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে শপিং মলের এক ভারতীয় কর্মচারীকে ৷
ইতিমধ্যেই এই কেসের একটি ট্রায়াল হয়ে গেছে, পরের ট্রায়ালের তারিখ ফেব্রুয়ারির ২০ ৷ নিজের মায়ের সঙ্গে শপিং করতে এসেছিল দশ বছরের বালিকা ৷ নাইজেরিয়ান এই বালিকার সঙ্গেই ঘটে লজ্জাজনক ঘটনা ৷ নিজেদের বাড়ির পাশের একটি সুপারমার্কেটে মুদির জিনিস কিনতে গিয়েছিল এই মা ও মেয়ে ৷ মা পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়ে বলেছেন , মেয়েকে নিয়ে তিনি সুপারমার্কেটে যান তখন এক ফাঁকে মেয়েটিকে সরিয়ে নিয়ে গিয়েছিল অভিযুক্ত ওই সেলসম্যান ৷ তারপর মেয়েটিকে লিফটের মধ্যে ঢুকিয়ে শ্লীলতাহানি চলে ৷ মেয়েটির মা আরও জানিয়েছে এরপর নিজেকে মুক্ত করে বাড়িতে দৌড়ে পালিয়ে আসে ৷ নিগৃহীতা বালিকার মা জানিয়েছেন, বাড়িতে আসার পরেও থরথর করে কাঁপছিল মেয়েটি ৷
আরও পড়ুন - তরুণীকে রেপ করে পালিয়ে গেলেন সাধুবাবা, বদলে ফেললেন ভোল, গেরুয়া ছেড়ে পরণে এল জিনস
এদিকে পুলিশি জেরার মুখে অভিযুক্ত ভারতীয় যুবকটি জানিয়েছেন সে মেয়েটিকে লিফটে ঢুকিয়ে তার বুকে কনুই ঘষে দিয়েছিল ৷ যাতে মেয়েটি চিৎকার করতে না পারে তারজন্য সে মুখে হাত চাপা দিয়ে ধরে রেখে দিয়েছিল ৷
পুলিশ জানিয়েছে মলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে মেয়েটিক তাড়া করে লিফটের দিকে নিয়ে যাচ্ছে ওই অভিযুক্ত সেলসম্যান ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abuse, Dubai, Molestation