দোলের রাতে কুপিয়ে খুন যুবক ! ত্রিকোণ প্রেমই কি এই ভয়ঙ্কর পরিণতির কারণ ?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
খুনের ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
#নরেন্দ্রপুর: ছুরি বিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার নরেন্দ্রপুর থানার অন্তর্গত খুদিরাবাদ এলাকায়। নিহতের নাম বাবু হালদার(১৯)। এই ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত মিহির মজুমদার বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। এই ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বাবু হালদারের সাথে স্থানীয় এক নাবালিকার বেশ কিছুদিন ধরে প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল। বিষয়টি দুই পরিবারের সদস্যরা ও জানতো। ওই নাবালিকা বাবুর বাড়িতে যাতায়াতও করত বলে জানা গিয়েছে। দু’জনের বিয়ে নিয়েও দুই পরিবারের মধ্যে আলোচনা চলছিল। বাবুর সাথে প্রেমের সম্পর্কের কথা স্বীকারও করেছে ওই নাবালিকা। তবে কী কারণে তাকে খুন করা হল সে বিষয়ে কিছুই বুঝতে পারছে না সে। মঙ্গলবার রাত ৯টা নাগাদ এলাকায় চিৎকার চেঁচামেচি শুনে মানুষজন বেড়িয়ে এসে দেখেন দুই যুবক ছুরিবিদ্ধ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তাদেরকে উদ্ধার করে আরও কয়েকজন নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
advertisement
স্থানীয়রাই নরেন্দ্রপুর থানায় খবর দিলে পুলিশ আসে ঘটনাস্থলে। এই ঘটনার পিছনে ত্রিকোণ প্রেম সংক্রান্ত কোনও কারণ আছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ। তবে ঘটনার পর থেকেই এলাকার সাধারণ মানুষ যথেষ্ট আতঙ্কিত। এলাকায় এই ধরণের কোনও ঘটনা আগে ঘটেনি বলে দাবি স্থানীয়দের।
advertisement
Location :
First Published :
March 11, 2020 11:37 AM IST