৮৪ বছরের বৃদ্ধের ধর্ষণে সন্তানের জন্ম নাবালিকার! DNA টেস্টের নির্দেশ সুপ্রিম কোর্টের

Last Updated:

অভিযুক্ত ব্যক্তির পক্ষে মামলা লড়ছেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল৷ আদালতে তিনি সওয়াল করেন, এই ব্যক্তির বয়স ৮৪ বছর৷ যৌন ক্ষমতা আর নেই৷ তাঁর মক্কেল যে কোনও মেডিক্যাল টেস্ট দিতে রাজি৷ রাজি পিতৃত্বের পরীক্ষা দিতেও৷

#নয়াদিল্লি: ডিএনএ টেস্ট হবে৷ ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৮৪ বছরের বৃদ্ধকে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ অভিযোগ, ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ করেছে সে৷ তার ফলে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে৷ গত ৫ জুলাই সন্তানের জন্ম দেয় কিশোরী৷ ঘটনাটি শিলিগুড়ির মাটিগাড়ার৷
ধর্ষণের অভিযোগে জেল খাটছে ওই বৃদ্ধ৷ ৮৪ বছরের ওই বৃদ্ধের দাবি, তার বয়সই তার সবচেয়ে বড় প্রমাণ, সে ধর্ষণ করতে পারে না৷ কারণ, তার আর যৌনইচ্ছে নেই শরীরে৷ কিন্তু সুপ্রিম কোর্টকে দেওয়া পুলিশের রিপোর্টে বলা হয়েছে, ওই ব্যক্তির যৌন ক্ষমতা ও ইচ্ছে রয়েছে৷
অভিযুক্ত ব্যক্তির পক্ষে মামলা লড়ছেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল৷ আদালতে তিনি সওয়াল করেন, এই ব্যক্তির বয়স ৮৪ বছর৷ যৌন ক্ষমতা আর নেই৷ তাঁর মক্কেল যে কোনও মেডিক্যাল টেস্ট দিতে রাজি৷ রাজি পিতৃত্বের পরীক্ষা দিতেও৷
advertisement
advertisement
পশ্চিমবঙ্গ সরকারের তরফে আইনজীবী লিজ ম্যাথিউ আদালতের কাছে মাটিগাড় পুলিশ স্টেশনের রিপোর্টটি তুলে ধরেন৷ সেই রিপোর্টে বলা হয়েছে, অভিযুক্তের ডিএনএ টেস্ট করা হয়েছে৷ সদ্যোজাত শিশুটির জন্মদাতা ওই ব্যক্তিই৷ ৮৪ বছর বয়স হলেও তার যৌন ক্ষমতা রয়েছে৷
কপিল সিব্বল পাল্টা সওয়ালে আদালতে জানান, তাঁর মক্কেলের শরীর দিনের পর দিন খারাপ হচ্ছে৷ ১২ মে থেকে জেলবন্দি৷ যত দ্রুত সম্ভব ডিএনএ টেস্ট হোক৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
৮৪ বছরের বৃদ্ধের ধর্ষণে সন্তানের জন্ম নাবালিকার! DNA টেস্টের নির্দেশ সুপ্রিম কোর্টের
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement