ডাইনি অপবাদে ভাই-বোনকে পিটিয়ে খুন গ্রামবাসীদের

Last Updated:

দুই ভাই-বোনকে খুন করে পুড়িয়ে দেওয়া হল। পূর্ব বর্ধমানের মাধবডিহিতে ডাইনি অপবাদে বর্বর কাণ্ডটা ঘটালেন গ্রামের কিছু বাসিন্দা।

#বর্ধমান: দুই ভাই-বোনকে খুন করে পুড়িয়ে দেওয়া হল। পূর্ব বর্ধমানের মাধবডিহিতে ডাইনি অপবাদে বর্বর কাণ্ডটা ঘটালেন গ্রামের কিছু বাসিন্দা। খবর পেয়ে গ্রামে ঢুকতে গিয়ে বাধা পেয়ে ফিরে যায় পুলিশ।
পূর্ব বর্ধমানের মাধবডিহির নেওড় গ্রামে কয়েকদিন ধরে অসুস্থ এক ব্যক্তি। মোড়লদের নিদান, দিদি বাঁকু বাস্কে ডাইনি আর ভাই মঙ্গল মান্ডি ডাইন। তাই ওই ব্যক্তির অসুস্থতা কাটছে না। একঘরে করে দেওয়া হয় তাঁদের। তাতেও রেহাই মেলেনি। অভিযোগ, সোমবার রাতে বঁটি, বাঁশ দিয়ে বেপরোয়া মারধর করা হয় বছর পঞ্চান্নর মঙ্গল ও ষাট বছরের বাঁকুকে। মারা যান দুজনই।
advertisement
মৃত্যুর পর দু'জনের দেহ শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে সোমবার রাতেই পুলিশ-প্রশাসনের আধিকারিকরা গ্রামে যান। তির-ধনুক-বল্লম নিয়ে রাস্তা ঘিরে তাঁদের গ্রামে ঢুকতে বাধা দেন বাসিন্দারা। ফিরে যেতে বাধ্য হন পুলিশ-প্রশাসনের আধিকারিকরা।
advertisement
মঙ্গলবার সকালে ফের পুলিশ আধিকারিকরা গ্রামে ঢোকার চেষ্টা করেন। বিডিও-র তরফেও প্রতিনিধি পাঠানো হয়। কিন্তু এদিনও তির-ধনুক-বল্লম নিয়ে পথ আটকান গ্রামবাসীরা। খবর সংগ্রহে গিয়ে বাধার মুখে পড়েন সাংবাদিকরাও।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
ডাইনি অপবাদে ভাই-বোনকে পিটিয়ে খুন গ্রামবাসীদের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement