Shraddha Murder Case: জেলে কেমন কাটছে আফতাবের দিন? শ্রদ্ধা ওয়ালকার হত্যাকাণ্ডে বাড়ছে রহস্যের জট

Last Updated:

Shraddha Murder Case: পুলিশ সূত্রে খবর, একটি পৃথক সেলে রাখা হবে আফতাবকে৷ জেল কর্তৃপক্ষ ২৪ ঘণ্টা তার উপর নজর রাখবে৷ সেল থেকে বের হওয়ার উপর থাকবে নিষেধাজ্ঞা৷

#নয়াদিল্লি: এই মুহূর্তে শিরোনামে সেই৷ দিল্লির রোমহর্ষক হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আফতাব পুনেওয়ালাকে নিয়ে ক্রমেই দানা বাঁধছে রহস্য৷ দিল্লির মেহরাউলিতে তার লিভ-ইন পার্টনারকে হত্যা এবং তার দেহকে ৩৫ টুকরো টুকরো করার অভিযোগে অভিযুক্ত আফতাবকে ১৩ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে৷ এই মুহূর্তে তিহার জেলে চব্বিশ ঘণ্টা নজরদারিতে রয়েছে আফতাব।
পুলিশ সূত্রে খবর, একটি পৃথক সেলে রাখা হবে আফতাবকে৷ জেল কর্তৃপক্ষ ২৪ ঘণ্টা তার উপর নজর রাখবে৷ সেল থেকে বের হওয়ার উপর থাকবে নিষেধাজ্ঞা৷ সেলের বাইরে একজন নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবে। পুলিশ সদস্যদের উপস্থিতিতেই খাবার পরিবেশন করা হবে।
আরও পড়ুন: নন্দীগ্রামে রবিবার মহাকাণ্ড, শুভেন্দু-কুণাল দ্বৈরথে এবার নতুন চমক রাজীব বন্দ্যোপাধ্যায়!
যত দিন যাচ্ছে ততই চাঞ্চল্যকর সব তথ্য উঠে আসছে শ্রদ্ধা ওয়ালকারের খুনের তদন্তে। দিল্লি পুলিশ অবশেষে সেই মহিলার পরিচয় জানতে পেরেছে, যিনি শ্রদ্ধার খুনের পর আফতাব পুনাওয়ালার মেহরোলির ফ্ল্যাটে আসতেন। পুলিশের দাবি, ওই মহিলা পেশায় একজন চিকিৎসক। বিশেষজ্ঞ মনস্তাত্ত্বিক। 'বাম্বল' নামের এক ডেটিং অ্যাপে তাঁর সঙ্গে পরিচয় হয়েছিল আফতাবের। ওই মহিলাকেও ইতিমধ্যেই জেরা করেছে পুলিশ। আফতাবকে শনিবার সন্ধেয় দিল্লির তিহার জেলে পাঠানো হয়েছে। তাকে আপাতত জেল হেফাজতে ১৩ দিনের জন্য পাঠিয়েছে দিল্লির আদালত। শ্রদ্ধার দাদা ও বাবার ডিএনএ পরীক্ষার ফল এখনও হাতে পায়নি পুলিশ। উদ্ধার হওয়া শরীরের টুকরোর সঙ্গে সেগুলি মিলিয়ে দেখা হবে। পুলিশ সূত্রে খবর, প্রেমিকা শ্রদ্ধার দেহের ৩৫ টুকরো করতে মোট ১০ ঘণ্টা সময় লেগেছিল আফতাবের। এর মধ্যে মাঝে মাঝেই সে বিরতি নেয়, কখনও বিয়ার, কখনও সিগারেট খায়। এমনকী অনলাইনে খাবার অর্ডার করেও খায় সে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Shraddha Murder Case: জেলে কেমন কাটছে আফতাবের দিন? শ্রদ্ধা ওয়ালকার হত্যাকাণ্ডে বাড়ছে রহস্যের জট
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement