আচ্ছন্ন করে মূল্যবান সোনার গয়না লুঠ, তদন্তে নেমেছে পুলিশ
Last Updated:
বহু মূল্যবান সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা
#সিউড়ি: বাড়িতে কেউ না থাকার সু্যোগে গৃহকর্ত্রীর নাকে গ্যাস ও নেশার পাউডার স্প্রে করে সর্বস্ব লুঠের অভিযোগ এক ব্যাঙ্ককর্মীর বাড়িতে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সিউড়ির লালকুঠি পাড়ায়।
বাড়ির মালিকের নাম সনু কুমার সিং।জানা গেছে, আজ দুপুর ১টা নাগাদ দু'জন তার বাড়িতে গিয়েছিল। সে সময় বাড়িতে সনু বাবুর স্ত্রী উপস্থিত ছিলেন । দুষ্কৃতীরা স্ত্রীকে বলে যে তারা বাড়ির মার্বেল পরিষ্কার করতে এসেছে। সনুবাবুর স্ত্রী দরজা খুলতে রাজি না হলে ওই দুই ব্যক্তি তার মুখে কোন গ্যাস দেয় এবং বাড়ির ভিতর প্রবেশ করে। বেশ কিছু সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে ।
advertisement
পরে সনু কুমার সিং তার স্ত্রীর কাছ থেকে পুরো ঘটনা জানতে পেরে পুলিশকে জানিয়েছেন তিনি । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ।
advertisement
Location :
First Published :
August 25, 2018 7:54 PM IST

