#কলকাতা: যোধপুর পার্কের গেস্ট হাউসে বিদেশিনীর মৃত্যু ঘিরে রহস্য। মৃত হেলেন মেরিয়ার স্কটল্যান্ডের বাসিন্দা। শনিবার দুপুর ১২টা নাগাদ অচৈতন্য অবস্থায় তাঁকে দেখতে পান বন্ধুরা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পাঁচ বন্ধুর সঙ্গে দু’মাসের জন্য ভারতে বেড়াতে এসেছিলেন স্কটল্যান্ডের বাসিন্দা হেলেন মারিয়া। বৃহস্পতিবার যোধপুর পার্কের একটি গেস্ট হাউসে ওঠেন তারা।
শনিবার দুপুরে অচৈতন্য অবস্থায় হ্যালেনকে দেখতে পান তাঁর বন্ধুরা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। হেলেনের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ থেকে হেলেনের বন্ধুরাও। তদন্ত শুরু করেছে লেক থানার পুলিশ। ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইংও। মৃত্যুর কারণ জানতে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে তদন্তকারীরা।
আরও দেখুন-
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Foreigner death, Jodhpur Park