#কলকাতা: বিপুল পরিমান জাল নোট সহ গ্রেফতার তিন | প্রায় ছাব্বিশ লক্ষ (২৫ লক্ষ, ৯৭ হাজার ৫০০ টাকা) টাকার জাল নোট সহ গ্রেফতার করা হয়েছে তিন জনকে | গ্রেফতার করেছে শুল্ক দফতরের আধিকারিকরা | শুল্ক দফতর সূত্রে খবর, এর পিছনে রয়েছে বড়ো মাথা | যার খোঁজ করছে লখনউ এটিএস | শুল্ক দফতর সূত্রে খবর, এই জাল নোট এসেছে নেপাল থেকে এ রাজ্যতে | উদ্ধার হওয়া প্রায় ছাব্বিশ লক্ষ টাকার জাল নোটের মধ্যে 2000 টাকা ও 500 টাকার জাল নোট উদ্ধার হয়েছে | ধৃত তিনজনের মধ্যে দু’জন বিহারের বাসিন্দা সুধীর কুমার ও অমিত কুমার ও বাকি ১জন বাঁকুড়ার বাসিন্দা সব্যসাচী কর| এদের মূল মাথা উত্তরপ্রদেশের বাসিন্দা | উদ্ধার হয়েছে ২৫ লক্ষ, ৯৭ হাজার ৫০০ টাকা যার মধ্যে ২০০০টাকার নোট রয়েছে ১১৩১টি এবং ৫০০ টাকার মোট ৬৭১টি৷ খবর শুল্ক দফতর সূরে৷
লখনৌ এটিএসকে ইতি মধ্যেই সতর্ক করা হয়েছে |গোয়েন্দাদের দাবি, এই ঘটনায় মূলত জাল নোট গুলি নেপাল বর্ডার হয়ে এ রাজ্যতে ঢুকেছিল | এগুলি রিসিভারকে দেওয়ার উদ্দেশ্য নিয়ে আনা হয়েছিল | এই বিপুল পরিমাণ জাল নোট কোথায় কোথায় পৌঁছানোর কথা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে | এই জাল নোট বাঁকুড়াতে এনে কলকাতাতে আনার পরিকল্পনা ছিল কিনা তাও খতিয়ে দেখছে গোয়েন্দারা | ইতিমধ্যেই কাস্টমস বিভাগের আধিকারিকরা জেরা করে জানার চেষ্টা করবে এই চক্রতে আর কারা জড়িত | ধৃতরা বিহার ও বাঁকুড়ার বাসিন্দা |
শুল্ক দফতরের আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়ে ওই তিন জনকে গ্রেফতার করে বিষ্ণুপুর থেকে | ধৃতদের ব্যাগ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ জাল নোট | বিপুল পরিমাণ জাল নোট চক্রে নেপাল যোগ রয়েছে বলে গোয়েন্দাদের দাবি | নেপাল হয়ে এরাজ্যতে কীভাবে ঢুকলো এই জাল নোট তা খতিয়ে দেখা হচ্ছে | লখনৌ ATS-কে ইতিমধ্যেই সম্পূর্ণ তথ্য দিয়ে জানানো হয়েছে | গোয়েন্দারা মনে করছে এই জাল নোট চক্রর জাল বহুদূর বিস্তৃত | এই জাল নোট চক্র কোথায়, কীভাবে বিস্তারলাভ করেছে তা খতিয়ে দেখছে তদন্তকারীরা |
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।