North Dinajpur News: বড়সড় ডাকাতির ছক বানচাল, উদ্ধার প্রচুর অস্ত্র
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
গ্রেফতার চার দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ-সহ ধারাল অস্ত্র।
গোয়ালপোখর: বড়সড় ডাকাতির ছক বানচাল করল গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। কিছু দিন আগেই ইসলামপুর জেলার পুলিশ সুপার বিশপ সরকার পাঞ্জিপাড়া ফাঁড়ির ইনচার্জ প্রণব সরকারকে ভাল কাজ করার জন্য সম্মানিত করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার ভোর রাতে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার কালীবাড়ি এলাকায় একটি পেট্রোল পাম্পে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল দুষ্কৃতীরা। পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রণব সরকারের নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সুত্রে খবর পেয়ে ওই এলাকায় গিয়ে চার দুষ্কৃতীকে গ্রেফতার করে।
advertisement
advertisement
পুলিশ ধৃতদের কাজ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড তাজা কার্তুজ সহ ধারাল অস্ত্র সরঞ্জাম গুলি উদ্ধার করেছে।। ঘটনায় একটি নম্বরবিহীন ছোটো চার চাকা গাড়িকে আটক করে পুলিশ। ধৃতরা উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানা এলাকার বাসিন্দা। সোমবার ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ইসলামপুর মহকুমা আদালতের কাছে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতের আর্জি জানানো হয়েছে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশের তরফ থেকে।
advertisement
চঞ্চল মোদক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2023 5:54 PM IST