শ্রীনগরে রাইজিং কাশ্মীরের সম্পাদক সুজাত বুখারিকে গুলি করে মারল দুষ্কৃতীরা
Last Updated:
দুষ্কৃতীরা তাঁর নিরাপত্তারক্ষীকেও মেরে পেলেছে এবং গাড়ির চালক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৷ প্রখ্যাত এই সাংবাদিক তাঁর গাড়িতে ছিলেন বন্দুকধারী আততায়ীরা সেই সময়ে এলোপাথারি গুলি চালাতে থাকে ৷ শ্রীনগরের ব্যস্ততম শহর লালচকের প্রেস অ্যাভিনিউয়ে ৷
#শ্রীনগর: বৃহস্পতিবার সন্ধেবেলায় শ্রীনগরে অফিসের বাইরে গুলি করে খুন করা হয়েছে প্রখ্যাত সাংবাদিক তথা রাইজিং কাশ্মীরের সম্পাদক সুজাত বুখারিকে ৷
দুষ্কৃতীরা তাঁর নিরাপত্তারক্ষীকেও মেরে ফেলেছে এবং গাড়ির চালক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৷ প্রখ্যাত এই সাংবাদিক তাঁর অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠেছিলেন ঠিক তখনই বন্দুকধারী দুষ্কৃতীরা এলোপাথারি গুলি চালাতে থাকে, গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই গিয়েছেন তিনি ৷ ঘটনাটি ঘটেছে শ্রীনগরের ব্যস্ততম শহর লালচকের প্রেস অ্যাভিনিউয়ে ৷
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর বুখারি তাঁর অফিস থেকে বেরিয়ে ছিলেন একটি ইফতার পার্টিতে যোগ দিতে তখনই তাঁর ওপর চড়াও হয়েছিল দুষ্কৃতীরা ৷ ২০০০ সালের বুখারির ওপর প্রাণঘাতী আক্রমণ হয়েছিল তারপর থেকেই তাঁর জন্য পুলিশি নিরাপত্তা বরাদ্দ ছিল ৷
জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ট্যুইটে বুখারির মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ৷ সেই সঙ্গে সব মহলেই উঠেছে এই ঘৃণ্য ঘটনার তীব্র প্রতিবাদ ৷
advertisement
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও
The killing of @RisingKashmir editor, Shujaat Bukhari is an act of cowardice. It is an attempt to silence the saner voices of Kashmir. He was a courageous and fearless journalist. Extremely shocked & pained at his death. My thoughts and prayers are with his bereaved family.
— Rajnath Singh (@rajnathsingh) June 14, 2018
advertisement
Location :
First Published :
June 14, 2018 8:35 PM IST