নীরব মোদিকে ফেরত আনতে এবার রেড কর্নার নোটিশ জারি করল ইন্টারপোল

Last Updated:

নীরব মোদির বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করল ইন্টারপোল ।

#নয়াদিল্লি:  ইডি ও সিবিআইয়ের অনুরোধে এবার নীরব মোদির বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপোল । দুর্নীতি, জালিয়াতি ও ষড়যন্ত্রের অভিযোগে নীরবের ভাই নিশল মোদি ও কর্মচারী সুভাষ পরাবের বিরুদ্ধেও একই নোটিশ এনেছে ইন্টারপোল ।
ইডি ও সিবিআই-দুই সংস্থার তরফ থেকেই প্রাথমিকভাবে আলাদা চার্জশীট আনা হয়েছিল ৷ দুই সংস্থাই ইন্টারপোলের কাছে কাছে মোদির বিরুদ্ধে রেড কর্নার নোটিশ আনার জন্য অনুরোধ জানিয়েছিল । যদিও পিএনবি কেলেঙ্কারীর মূল অভিযুক্ত ও তার পরিবার বর্তমানে ঠিক কোথায় আছেন তা স্পষ্ট নয় ।
advertisement
advertisement
রেড কর্নার নোটিশ শুধুমাত্র ১৯০ টি সদস্য রাষ্ট্রে আত্মগোপনকারীর চলাফেরাকে নিয়ন্ত্রণ করে না, বরং এই নোটিশের সাহায্যে নির্দিষ্ট দেশের গোয়েন্দা সংস্থাগুলি সেই ব্যক্তিকে আটক করে দেশে ফেরতও পাঠাতে পারে ।
জুন মাসে মুম্বইয়ের একটি বিশেষ আদালতে মোদির প্রত্যর্পণের আবেদন জানায় ইডি। এই আবেদনপত্রটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তে সাহায্য চেয়ে অন্যান্য রাষ্ট্রগুলির কাছের আবেদন জানাবে ইডি ।
advertisement
সিবিআইও এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরশাহি, বেলজিয়াম ও সিঙ্গাপুরের গোয়েন্দা সংস্থাগুলির কাছে মোদির অবস্থান চিহ্নিত করার ব্যাপারে সাহায্য চেয়েছিল । ইন্টারপোলের ম্যাঞ্চেস্টার শাখা ৩১ মার্চ অবধি মোদির গতিবিধির খোঁজও দিয়েছিল । ১০ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মোদি লন্ডনের হিথরো যান ৷ সেখান থেকে দু’বার হংকং-এ গিয়েছিলেন তিনি ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী ৩১ মার্চ প্যারিসে যান নীরব মোদি ।
advertisement
 
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
নীরব মোদিকে ফেরত আনতে এবার রেড কর্নার নোটিশ জারি করল ইন্টারপোল
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement