এনকাউন্টারের ঠিক আগে কেন আটকানো হল সংবাদমাধ্যমের গাড়ি, প্রশ্নের মুখে পুলিশ

Last Updated:

শুধু সংবাদমাধ্যমকে আটকানোই নয়, এনকাউন্টারের ঘটনায় আরও একাধিক প্রশ্ন উঠছে৷

#কানপুর: গ্যাংস্টার বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে উত্তর প্রদেশ পুলিশকে৷ কানপুরের ডনের সঙ্গে পুলিশের এনকাউন্টারের কিছুক্ষণ আগেই কেন সংবাদমাধ্যমকেও পুলিশের কনভয়কে ধাওয়া করা থেকে আটকানো হল, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে৷
বৃহস্পতিবার মধ্যপ্রদেশের উজ্জয়ন থেকে গ্রেফতার করা হয় বিকাশ দুবেকে৷ রাতেই সড়কপথে বিকাশ দুবেকে নিয়ে কানপুরের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ৷ কড়া নিরাপত্তার মধ্যে নিয়ে আসা হচ্ছিল বিকাশকে৷ পুলিশের কনভয়ে ছিল বেশ কয়েকটি গাড়ি৷ বিকাশ দুবেকে নিয়ে পুলিশ ফেরায় ওই কনভয়ের পিছু নিয়েছিল কয়েকটি সংবাদমাধ্যমের গাড়িও৷
অভিযোগ, ভোর সাড়ে ৬টা নাগাদ কানপুরের সাচেন্ডি এলাকায় হঠাৎই সংবাদমাধ্যমের গাড়ি আটকে দেয় পুলিশ৷ ফলে তারা আর বিকাশ দুবেকে নিয়ে যাওয়া কনভয়ের পিছু নিতে পারেনি৷ এর কিছুক্ষণের মধ্যেই এনকাউন্টারের ঘটনা ঘটে৷ ঝাঁসিতেও সংবাদমাধ্যমের গাড়ি পুলিশ আটকে দেয় বলে খবর৷ এনকাউন্টারের ঠিক আগে কেন এভাবে সংবাদমাধ্যমের গাড়ি পুলিশ আটকাল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ ইতিমধ্যেই এনকাউন্টারের সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা৷ ফলে ঘটনার সাক্ষী না রাখতেই সংবাদমাধ্যমকে আটকানো হয় বলে অভিযোগ উঠছে৷
advertisement
advertisement
advertisement
পুলিশ দাবি করে, যে গাড়িতে বিকাশকে নিয়ে আসা হচ্ছিল সেটি আচমকা উল্টে যায়৷ সেই সময় পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে বিকাশ দুবে৷ তাঁকে আত্মসমর্পণ করতে বলে পুলিশ৷ তা না করে বিকাশ পাল্টা গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ৷ তখনই আত্মরক্ষার স্বার্থেই গুলি চালাতে বাধ্য হয় পুলিশ৷ গুলির লড়াইতে গুরুতর আহত হয় বিকাশ৷ পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় বিকাশ দুবের৷
advertisement
শুধু সংবাদমাধ্যমকে আটকানোই নয়, এনকাউন্টারের ঘটনায় আরও একাধিক প্রশ্ন উঠছে৷ যেমন বিকাশ দুবে যখন উল্টে যাওয়া গাড়িতে থাকা পুলিশকর্মীদের কাবু করে বেরিয়ে গেল, তখন কনভয়ে থাকা অন্যান্য গাড়ির পুলিশকর্মীরা তাকে বাধা দিলেন না কেন, সেই প্রশ্ন উঠছে৷ পালানোর চেষ্টা করে থাকলে বিকাশ দুবের বুকে কীভাবে গুলি লাগল, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে৷ পুলিশের অবশ্য দাবি, আত্মসমর্পণ না করে তাদের লক্ষ্য করে গুলি চালায় বিকাশ৷ তারই জবাব দেয় পুলিশ৷
advertisement
advertisement
এন সি আস্থানা নামে প্রাক্তন এক আইপিএস অফিসারও দাবি করেছেন, পারিপার্শ্বিক পরিস্থিতি এবং ঘটনাস্থলের ছবি দেখে পরিষ্কার, গোটা ঘটনাই সাজানো৷ ঘটনার পর পুলিশের গাড়িটি যেভাবে উল্টে পড়ে থাকতে দেখা গিয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন ওই প্রাক্তন পুলিশকর্তা৷ পাশাপাশি চতুর্দিকে খোলা মাঠ থাকা সত্ত্বেও অত পুলিশকর্মীর মধ্যে বিকাশ দুবে কেন পালানোর ঝুঁকি নেবে, সেই প্রশ্নও তুলেছেন অবসরপ্রাপ্ত ওই আইপিএস অফিসার৷ কারণ সেক্ষেত্রে সহজেই পুলিশ যে তাকে ঘায়েল করতে পারবে, বিকাশের মতো একজন দুঁদে অপরাধীর তা সহজেই বোঝার কথা৷
বাংলা খবর/ খবর/ক্রাইম/
এনকাউন্টারের ঠিক আগে কেন আটকানো হল সংবাদমাধ্যমের গাড়ি, প্রশ্নের মুখে পুলিশ
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement