#NirbhayaGangRape: নির্ভয়াকে ধর্ষণ করেছিল যখন তখন ছিল অপ্রাপ্তবয়স্ক,ফের ফাঁসির রায় চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ পবন গুপ্তা

Last Updated:

নির্ভয়াকে নিয়ে বিচার পদ্ধতিকে আরও পিছিয়ে দেওয়ার চেষ্টা

#নয়াদিল্লি: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শুক্রবার মুকশে কুমারের প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিলেন ৷ এদিনেই ফের একবার আদালতের সিদ্ধান্তকে দেরি করানোর পদ্ধতি শুরু ৷ পাতিয়ালা কোর্টের নির্দেশে মৃত্যুদন্ডের আদেশ দেওয়া হয়েছে নির্ভয়া কান্ডের চার অভিযুক্তকেই ফাঁসির সাজা দেওয়া হয়েছিল ৷ এখন পবন কুমারের আইনজীবী জানিয়েছে সে যখন ধর্ষণ করেছিল সে তখন নাবালক ছিল ৷ তাই তাকে ফাঁসির সাজা যেন না দেওয়া হয় ৷
advertisement
advertisement
মুকেশ কুমার নির্ভয়া গণধর্ষণ ও খুন মামলার অন্যতম অপরাধী ৷ প্রসারভারতী নিউজ সার্ভিস সূত্রের মারফত এ খবর জানিয়েছে ৷এর আগে স্বরাষ্ট্রমন্ত্রক প্রস্তাব পাঠিয়েছিল এই ধর্ষকের প্রাণভিক্ষার আর্জি নাকচ করার ৷ এর আগে বৃহস্পতিবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে নির্ভয়া কাণ্ডে দোষী মুকেশ সিংয়ের রায় সংশোধনের আবেদনের শুনানিতে আদালত জানিয়ে দিল, ২২ জানুয়ারি ফাঁসি সম্ভব নয়৷ কারণ, মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আর্জি রাষ্ট্রপতি ও দিল্লির উপরাজ্যপালের কাছে রয়েছে৷
advertisement
আদালত জানায়, আবেদনটির বিষয়ে দিল্লির উপরাজ্যপাল ও রাষ্ট্রপতি সিদ্ধান্ত না-নেওয়া পর্যন্ত ফাঁসি দেওয়া সম্ভব নয়৷ ফাঁসির নতুন তারিখ কবে হবে, তা জেল কর্তৃপক্ষকে দেওয়া চিঠির উত্তরের পরেই ঠিক করা হবে৷ পাতিয়ালা হাউস কোর্টই গত ৭ জানুয়ারি নির্দেশ দিয়েছিল, ২২ জানুয়ারি সকালে নির্ভয়া কাণ্ডে ৪ দোষীর ফাঁসি হবে৷
advertisement
নির্ভয়া গ্যাংরেপ ও খুনের ঘটনায় অভিযুক্তদের সাজা ঘোষণার পরেই তিহাড় জেলে বাকি কয়েকদিদের মধ্যেও চাঞ্চল্য তৈরি হয়েছে ৷ এই চার অপরাধীকে উচ্চ নিরাপত্তার মোড়কে রাখা হয়েছে ৷ তাদের ওপর CCTV  সহ ২৪ ঘন্টার জন্য আলাদা নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে ৷ "  নির্ভয়া গ্যাংরেপ ও খুনের ঘটনায় অভিযুক্তদের সাজা ঘোষণার পরেই তিহাড় জেলে বাকি কয়েকদিদের মধ্যেও চাঞ্চল্য তৈরি হয়েছে ৷ এই চার অপরাধীকে উচ্চ নিরাপত্তার মোড়কে রাখা হয়েছে ৷ তাদের ওপর CCTV সহ ২৪ ঘন্টার জন্য আলাদা নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে ৷
advertisement
আরও দেখুন
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
#NirbhayaGangRape: নির্ভয়াকে ধর্ষণ করেছিল যখন তখন ছিল অপ্রাপ্তবয়স্ক,ফের ফাঁসির রায় চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ পবন গুপ্তা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement