Pak-based hacking group|| ১২০ অ্যাকাউন্টের মাধ্যমে তথ্য পাচার! ভয়াবহ চক্রান্ত পাক হ্যাকারদের, জানাল মেটা

Last Updated:

Pak-based hacking group: ভারতীয় সামরিক অফিসার এবং জওয়ানদের অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা্ চালাচ্ছে পাকিস্তানের একটি হ্যাকার গোষ্ঠী

নয়াদিল্লি : সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশের নাগরিক আর ভারতীয় সামরিক অফিসার এবং জওয়ানদের ফাঁদে ফেলে অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা্ চালাচ্ছে পাকিস্তানের একটি হ্যাকার গোষ্ঠী। ওই হ্যাকারদের নেটওয়ার্ক সম্প্রতি চিহ্নিত করেছে মেটা। ফেসবুক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে এই হ্যাকাররা দেশের সামরিক অফিসারদের ফাঁদে ফেলার যড়যন্ত্র করা হচ্ছিল।
এই নেটওয়ার্কের বিরুদ্ধে মেটা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। এই নেটওয়ার্কের আওতায় অন্তত ১২০টি ভুয়ো ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। ওই অ্যাকাউন্টগুলির মাধ্যমে তথ্য পাচারের চক্রান্ত করা হয়েছিল।  তদন্তে এমনই খবর পাওয়া গিয়েছে।
advertisement
advertisement
মেটার তরফে সম্প্রতি এক বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানের একটিলির হ্যাকিং সংস্থার মাধ্যমে তৈরি হওয়া ১২০টি ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এগুলি মূলত ভারতীয় নাগরিক আর সামরিক কর্মীদের নিশানায় রেখেছিল। এমনকি  পাকিস্তান বিমান বাহিনীর কিছু কর্মীও  ইতিমধ্যে এই হ্যাকার গোষ্ঠীর শিকার হয়েছেন৷ মেটার তদন্তে উঠে এসেছে যে পাক সরকারের একাংশ ওই গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছে।’
advertisement
এই গোষ্ঠীগুলি নানা ম্যালওয়্যার এবং ভাইরাস পাঠিয়ে হ্যাক করত বলে জানিয়েছে মেটা। এ ব্যাপারে ভারতে ইতিমধ্যে সক্রিয় বেশ কিছু অ্যাকাউন্টের বিরুদ্ধে মেটা ব্যবস্থা নিয়েছে। এই গোষ্ঠীর ভুয়ো অ্যাকাউন্টগুলি থেকে সরকারি নিয়োগ সংক্রান্ত এমনকি সামরিক বাহিনীতে চাকরির টোপ দেওয়া নানা ভুয়ো ওয়েবসাইটকে ব্যবহার করে তাঁদের কাজকর্ম চালানোর পরিকল্পনা করেছিল। এমনকি সাংবাদিক পরিচয় দিয়েও সাধারণ নাগরিকদের নিশানার পরিকল্পনা ছিল ওই হ্যাকারদের।
advertisement
এব্যাপারে গ্র্যাভিটিরাট নামে একটি ম্যালওয়ারের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছে মেটা। আপাতত ওই সব কটি ম্যালওয়ার আর ভাইরাস তৈরি করে এমন হ্যাকার গোষ্ঠীর গতিবিধির উপর নজরদারি রাখা হচ্ছে বলে মেটা কর্তৃপক্ষের দাবি।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Pak-based hacking group|| ১২০ অ্যাকাউন্টের মাধ্যমে তথ্য পাচার! ভয়াবহ চক্রান্ত পাক হ্যাকারদের, জানাল মেটা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement