#মুম্বই: লোকাল ট্রেনে ফের মহিলাকে হেনস্তার ঘটনা ঘটল মুম্বইয়ে ৷ এবার ঘটনাটি ঘটেছে এক বিদেশি মহিলার সঙ্গে ৷ হেনস্তার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযোগ পেয়েই ট্রেনের কামরার ভিতর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ ৷ যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷
পুলিশ সূত্রে খবর, গত ১১ সেপ্টেম্বর ভাশি রেল স্টেশনে একটি লোকাল ট্রেনের মধ্যে এক বিদেশি মহিলাকে হেনস্তা করে এক যুবক ৷ মহিলা প্রতিবাদ করলেই ছুটে পালিয়ে যায় ওই যুবক ৷ রেল পুলিশের কাছে এরপর ঘটনার অভিযোগ জানান ওই মহিলা ৷ এরপর সিসিটিভি ফুটেজ দেখে কুর্লা স্টেশন থেকে গ্রেফতার করা হয় যুবককে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Harrasement, Mumbai Local Train