দা’য়ের এক কোপে স্ত্রীকে দু’খণ্ড করে সাধু সেজে মন্দিরে! ২৪ ঘণ্টার মধ্যে পাকড়াও করল পুলিশ
Last Updated:
এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই শনিবার রাতে বেহালা থানা এলাকার একটি মন্দির থেকে গ্রেফতার করা হল অভিযুক্ত বাপি বৈদ্যকে।
#নরেন্দ্রপুর: খুন করে সাধু সাজা! কিন্তু সাধু সেজেও শেষরক্ষা হল না অভিযুক্তের ৷
গত পরশু নরেন্দ্রপুরে নিজের স্ত্রীকে খুনে করে ফেরার হয়েছিল স্বামী। নরেন্দ্রপুরের কুসুম্বায় খুন হন কৃষ্ণা বৈদ্য। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই শনিবার রাতে বেহালা থানা এলাকার একটি মন্দির থেকে গ্রেফতার করা হল অভিযুক্ত বাপি বৈদ্যকে। চুল কেটে, গলায় মালা পড়ে মন্দিরে আশ্রয় নিয়েছিল সে। পেশায় গাড়ি চালক বাপি বৈদ্যের বিরুদ্ধে অভিযোগ, গাড়ি খারাপ হয়ে যাওয়ার পরে, প্রায়ই টাকা চেয়ে স্ত্রীকে মারধর করতেন বাপি। লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে এক লক্ষ টাকার মতো জমিয়েছিলেন কৃষ্ণা ৷ সেই টাকা দিতে না চাওয়াতেই মদ্যপ অবস্থায় ধারালো দা দিয়ে বাপি কোপ মারে কৃষ্ণার গলায়। সঙ্গে সঙ্গে দু’খণ্ড হয়ে যায় স্ত্রী কৃষ্ণার দেহ ৷ পরে কৃষ্ণার দেহ বিছানায় ঢাকা দিয়ে পালিয়ে গিয়েছিল সে।
advertisement
ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ৷
advertisement
Location :
First Published :
August 11, 2019 3:57 PM IST