Murshidabad News: মাঝরাতে ভাইয়ের স্ত্রীর ঘরে ঢোকে ভাসুর, রক্তে ভেসে যায় সেই ঘর! হাড়হিম ঘটনা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Murshidabad News: এমনই ভয়াবহ ঘটনা ঘটে, মুর্শিদাবাদের জলঙ্গির ফরিদপুর গ্রামে।
মুর্শিদাবাদ: গভীর রাতে ভাসুরের কুকর্মের হাত থেকে রক্ষা পাওয়ার নালিশ করতে গিয়ে, ছোট ভাইয়ের বউকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে আঘাত করার অভিযোগ উঠল খোদ ভাসুরের বিরুদ্ধেই। এমনই ভয়াবহ ঘটনা ঘটে, মুর্শিদাবাদের জলঙ্গির ফরিদপুর গ্রামে। গুরুতর আহত হয়েছেন নিগৃহীতা গৃহবধূ। জানা যায়, মহিলার স্বামী কাজের উদ্দেশ্যে ভিন রাজ্যে কেরলে কর্মরত। ফলে বাড়ি ফাঁকা থাকায় তাঁর ভাসুর জিল্লার হোসেন, গভীর রাত্রে নিজের মহিলার ঘরে যান। আর সেই কুকর্মের জন্য রাজি না হওয়ায় ধারালো অস্ত্রের আঘাতে মারার অভিযোগ ওঠে ভাসুরের বিরুদ্ধেই।
নিগৃহীতার বাবা সাত্তার শেখ জানান, 'মেয়ে একা থাকায় গতকাল রাতে তাঁর মেজো ভাসুর জিল্লার হোসেন শ্লীলতাহানি করতে যান। এবং তাতে রাজি না হওয়ায় ধারালো অস্ত্র দিয়ে মেরে ফেলার উদ্দেশ্যে আঘাত করতে থাকে গলায়। আর সেই ধারালো অস্ত্রের আঘাত গিয়ে লাগে মাথায়। এসব অত্যাচার মেনে নিতে পারছি না, তাই পুলিশের দারস্থ হয়েছি আমরা। পুলিশ যেটা করবে সেটাই মেনে নেব।'
advertisement

advertisement
আরও পড়ুন: ২৫ ফুটের মূর্তিতে ১১৭ বছরের বিশ্বাস, রোগ থেকে রেহাই পেতে আজও পুজো হয় হাওড়ায়
আক্রান্তের দাবি, 'আমাকে একা ঘরে পেয়ে রাতে মেজ ভাসুর আসে। এবং আমার সঙ্গে জোরজবস্তি নোংরা কাজ করতে চায়। আমি সেই কাজে রাজি না হওয়ায় আমার উপর ক্ষুব্ধ। আমি সবাইকে বলে দেব কথা বলতেই, লাঠি দিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে মারধর করে। ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারতে যায় আর সেই কোপ লাগে মাথায়।'
advertisement
আরও পড়ুন: কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা, কোথাও আবার বাড়বে শুষ্কতা! আবহাওয়ার আপডেট জানুন
এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পাশের গ্রামেই নিগৃহীতার বাপের বাড়ি। ফোন করলে তারা এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায় তাঁকে। কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে ডোমকল মহাকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। এই ঘটনার জেরে জিল্লার হোসেনের নামে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
February 09, 2023 1:32 PM IST