ফোন চোরকে নিজেই খুঁজে নিলেন কিশোরী, তবে আপনার হারালে আপনি কী করবেন

Last Updated:

আপনার যদি ফোন হারায় আপনি যেগুলি করবেন ৷

#মুম্বই : মাত্র ১৯ বছরের জিনাত বানু হক মালাদ থেকে ফিরছিলেন ৷ হঠাৎই দেখেন তিনি তাঁর ফোনটি পাচ্ছেন না  ৷ এরকম হলে কী হবে আপমি প্রথমেই ঘাবড়ে যাবেন ৷ কান্নাকাটি শুরু করবেন , না হলে বড়জোড় পুলিশে রিপোর্ট করবেন ৷ কিন্তু এই কিশোরী সেরকম কিছুই করলেন না ৷
কিশোরী নিজের উপস্থিত বুদ্ধি ব্যবহার করলেন ৷ মেয়েটি তাঁর গুগল অ্যাকাউন্টে লগ ইন করেন অন্য একটি হ্যান্ডসেট থেকে ৷ গুগল অ্যাকাউন্টে নিজের লোকেশন অন করে দেন ৷ তারপর সেখানে মাইঅ্যাকটিভিটি বিষয়টিও অন করে দেন৷ তারপর দেখতে শুরু করেন ইউজার কোথায় কী দেখছে, কী সার্চ করছে ৷
এরফলে প্রতি মূহূর্তের লোকেশন ট্র্যাক করতে পারছিলেন তিনি ৷ এরপরেই এই ফোনে রেলওয়ে টিকিট বুকিংয়ের একটি অ্যাপ নামায় চোর ৷ সেখান থেকে রবিবারের দাদর থেকে তিরুবনন্তপুরমে যাওয়ার টিকিট কাটেন ৷ মেয়েটি সেই পিএনআর ডিটেলসটি নিয়ে নেন ৷ সেখানে সিটের বিবরণও পেয়ে যান ৷
advertisement
advertisement
এরপরেই জিনত বানু দাদর পুলিশ স্টেশনে যান ৷ তারপরেই পুলিশের সাহায্যে ধরে ফেলেন চোরকে ৷
আপনার যদি ফোন হারায় আপনি যেগুলি করবেন ৷
ফোন চুরি হয়ে গেলে সঙ্গে সঙ্গে FIR করুন ৷ আপনার IMEI নম্বর থাকলে আপনি নিজেই ফোনসেটটি ব্লক করে দিতে পারবেন ৷ যাতে যে চুরি করেছে সে আর ফোনসেটটি ব্যবহার করতে পারবে না ৷
advertisement
সিম কার্ডটি ব্লক করে দিন ৷তাহলে ক্রেডিট, ডেবিট কার্ড বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে না  চোর ৷
আপনার ফোন থেকে যে সব অ্যাকাউন্টে লগ ইন করা আছে তার পাসওয়ার্ডগুলি বদলে ফেলুন ৷
নতুন ফোন কিনলে তা দিয়ে আপনার পুরনো ফোন ট্র্যাক করার ব্যবস্থা করুন ৷
বাংলা খবর/ খবর/ক্রাইম/
ফোন চোরকে নিজেই খুঁজে নিলেন কিশোরী, তবে আপনার হারালে আপনি কী করবেন
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement