Mother Kills Infant Daughter: ৩ মাসের কন্যাসন্তানকে গলা টিপে নৃশংস খুন মায়ের, দেহ লোপাটে সঙ্গ দিল ১৩ বছরের ছেলে!

Last Updated:

তিন মাসের কন্যাসন্তানকে গলা টিপে খুন করল খোদ মা (Mother Kills Infant Daughter)।

৩ মাসের কন্যাসন্তানকে গলা টিপে নৃশংস খুন মায়ের, দেহ লোপাটে সঙ্গ দিল ১৩ বছরের ছেলে!
৩ মাসের কন্যাসন্তানকে গলা টিপে নৃশংস খুন মায়ের, দেহ লোপাটে সঙ্গ দিল ১৩ বছরের ছেলে!
#পুনে: তিন মাসের কন্যাসন্তানকে গলা টিপে খুন করল খোদ মা (Mother Kills Infant Daughter)। ঘটনাটি ঘটেছে পুনের ইয়েরেওয়াড়া এলাকায়। অভিযুক্ত পল্লবী ভোঙ্গে তার ১৩ বছরের ছেলেকে সঙ্গে নিয়ে সেই দেহ লোপাটের চেষ্টা করে (Mother Kills Infant Daughter)। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, মহিলা আসলে বুলধানার বাসিন্দা। এক ঠিকাশ্রমিকের সঙ্গে তার বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। সেই ব্যক্তি নুকসান এলাকার বাসিন্দা। পুলিশের অনুমান, ওই ব্যক্তির সঙ্গেই মহিলার এই কন্যাসন্তান হয়েছিল। (Mother Kills Infant Daughter)
প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, মহিলার বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা গ্রামের সকলেই জানতে পেরেছিলেন। বেশ কিছুদিন ধরেই মহিলা স্বামীকে ছেড়ে থাকতে শুরু করেছিলেন। দ্বিতীয় ব্যক্তির সঙ্গে থাকাকালীনই অন্তঋসত্ত্বা হয়ে পড়ে সে। তিন মাস আগে সেই সন্তানের জন্ম হয়। পুলিশের দাবি, সেই কন্যাসন্তানকেই গলা টিপে খুন করে মহিলা। এর পর দেহ লোপাটের জন্য নিজের ১৩ বছরের নাবালক ছেলের সাহায্য চায়। বাড়ি থেকে খানিকটা দূরে একটি নদীর কাছে ফেলে দেয় সেই দেহ।
advertisement
নাবালককে জেরা করেই মোটামুটি ঘটনার কথা জানতে পেরেছেন তদন্তকারীরা। পুলিশ ছেলেটিকে নিয়েই ঘটনাস্থলে যায় এবং পচাগলা দেহ উদ্ধার করে। একটি ব্যাগের ভিতর আগুনে পুড়িয়ে সেটিকে পাথর চাপা দিয়েছিল মহিলা। ঘটনার কথা জানতে পেরে শিউড়ে উঠছেন গ্রামবাসীরা। ছেলেটিকে জুভেনাইল লক-আপে ও মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু কেন মেয়েকে খুন করল মা, সেই কারণ এখনও স্পষ্টভাবে জানতে পারেনি পুলিশ। মহিলাকে জেরা করা হচ্ছে।
advertisement
advertisement
গত ১৮ অক্টোবর কলকাতার একবালপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন জনৈক লাভলি সিং নামে এক মহিলা। এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। সম্পূর্ণ সুস্থ ছিল সে। কিন্তু কেবিনে গিয়ে নার্স দেখেন, সদ্যোজাত আর নড়াচড়া করছে না। শ্বাসপ্রশ্বাসও নেই। পাশেই শুয়ে মা। তাঁকে জিজ্ঞেস করলে তিনি নীরব থাকেন। এর পর পুলিশে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রের খবর, পরে মা নিজেই স্বীকার করে নেন তাঁর অপরাধের কথা। জানান, তিনিই নিজের একদিনের সন্তানকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছেন। কারণ, এটা তাঁর প্রথম সন্তান। তিনি চেয়েছিলেন ছেলে হোক তাঁর। খোদ শহর কলকাতার বুকে এমন ঘটনায় স্তম্ভিত সবাই। ফের পুনেতে ঘটল একই রকম ঘটনা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Mother Kills Infant Daughter: ৩ মাসের কন্যাসন্তানকে গলা টিপে নৃশংস খুন মায়ের, দেহ লোপাটে সঙ্গ দিল ১৩ বছরের ছেলে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement