Cyber Crime: ফোনের OTP নয় এবার নতুন অ্যাপে টাকা সাফাইয়ের ফাঁদ পেতেছে সাইবার প্রতারকরা! সাবধান
- Published by:Pooja Basu
Last Updated:
বেশিরভাগ মানুষ ব্যাঙ্কের নামে ফোন এলেই ঘাবড়ে গিয়ে প্রতারকের প্রলোভনে পা দেয়। সেটাই কাল হয়েছে।ব্যাঙ্কিং সংক্রান্ত সমস্ত কাজ ব্যাঙ্কে গিয়ে সেরে নেওয়াটাই শ্রেয় বলে মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা ।নইলে বিপদ ঘটবেই।
#কলকাতা: অনলাইন প্রতারণার চক্র বাড়ছে দিনের পর দিন। আর এসবের মধ্যে পড়ে সর্বশান্ত হচ্ছে গরীব ও মধ্যবিত্ত মানুষেরা। সাইবার প্রতারকরা প্রতিদিনই তাদের নতুন নতুন কৌশল অবলম্বন করছে। পুরনো কৌশল ব্যবহার না করে, নতুন কৌশল ব্যবহার করছে দুষ্কৃতীরা। তাতে না লাগছে OTP, না ব্যাঙ্কের বিশদ বিবরণ। মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
advertisement
গড়িয়ার এক দোকানদার(নাম জানাতে অনিচ্ছুক)ফোন থেকেই ব্যাঙ্কের অ্যাপের মাধ্যমে টাকা লেনদেন করতেন। এটাই তার বেশ সুবিধার ছিল।অক্টোবরের ২ তারিখে দুপুর বেলা তার ফোন আসে।তিনি ফোন তুলতেই, ফোনের অন্য প্রান্ত থেকে এক মহিলা তাকে জানান, তিনি এসবিআই ব্যাঙ্ক থেকে বলছেন। কারণ হিসেবে বলা হয় ওই ব্যবসায়ী KYC অ্যাকাউন্টে নবিকরণের জন্য। তৎক্ষণাৎ যদি তিনি না করেন, তাহলে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে। পরে তার ওই ব্যাঙ্কের অ্যাকাউন্ট চালু করতে গেলে অনেক সমস্যায় পড়তে হতে পারে। এই শুনে খুব ঘাবড়ে যান ভদ্রলোক। তবে তিনি জানান মোবাইলে কিছু বলবেন না। তিনি ব্যাঙ্কে গিয়ে আপডেট করে আসবেন। তারপরই প্রতারক তাকে বলেন ওটিপি থেকে আরম্ভ করে ব্যাঙ্ক ডিটেলস কিছুই দিতে হবে না তাকে।
advertisement
সেদিন গান্ধি জন্মজয়ন্তীর জন্য ছুটি ছিল। প্রতারক বলে, অনলাইনে শুধু কুইক টিম ভিউয়ার নামে একটি অ্যাপ ডাউনলোড করলেই অটোমেটিক সব হয়ে যাবে। ভদ্রলোক অ্যাপটি ডাউনলোড করেন।তারপর প্রতারকের কথা অনুযায়ী অ্যাপটি ইনস্টল করেন এবং অ্যাপে আসা নম্বর বলে দেন প্রতারককে। ব্যাস, তারপরেই কেল্লাফতে। মুহূর্তের মধ্যে ওই ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে দু লক্ষ টাকা উধাও হয়ে যায়। এই বিষয়ে সাইবার বিশেষজ্ঞরা বলছেন, প্রতারক এখন ওটিপি ছাড়াই টিম ভিউয়ার কিংবা ওই জাতীয় অ্যাপ ডাউনলোড করিয়ে নিচ্ছে। তারপরেই মোবাইলটি চলে যাচ্ছে প্রতারকদের আয়ত্তে। অর্থাৎ যিনি ঠকছেন, তিনি প্রতারকদের কথা অনুযায়ী তার মোবাইলের সমস্ত তথ্য তুলে দিচ্ছেন প্রতারকদের হাতে।বিশেষজ্ঞদের মত, যদি কেউ ওটিপি চান কিংবা কোন অ্যাপ ডাউনলোড করতে বলেন, তাহলে সেগুলো এড়িয়ে যাওয়ায় ভাল। ব্যাঙ্কিং সংক্রান্ত সমস্ত কাজ ব্যাঙ্কে গিয়ে সেরে নেওয়াটাই শ্রেয় বলে মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা ।নইলে বিপদ ঘটবেই।
Location :
First Published :
November 06, 2022 11:30 AM IST