টাকা লুট করতে এসে গোটা এটিএম মেশিন নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
শুক্রবার ভোরের দিকে ঘটনাটি ঘটেছে আদিলাবাদ এলাকায় ৷
#হায়দরাবাদ: এটিএম থেকে চুরি করতে এসে গোটা এটিএম মেশিন তুলে নিয়ে পালাল চোরের দল ৷ শুক্রবার ভোরের দিকে ঘটনাটি ঘটেছে আদিলাবাদ এলাকায় ৷
জানা গিয়েছে, 'Chevrolet Tavera' গাড়ি করে ভোর ৩টের সময় আসে চোরের দল ৷ মেশিনটি তুলে গাড়ির মাথায় দড়ি দিয়ে বেঁধে সেখান থেকে চম্পট দেয় ৷
আদিলাবাদ টাউন ২ পুলিশ স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, দেবীচাঁদ চৌকের সামনে একটি সোনার গয়নার দোকানের চুরির চেষ্টা চালায় তারা কিন্তু তাতে সফল হয়নি ৷ এরপরই এটিএম মেশিন লুট করা হয় ৷
advertisement
advertisement
তবে পুলিশের গাড়ি দেখে ভয়ে শহরের বাইরে এটিএম মেশিন-সহ গাড়ি ফেলে ভয়ে সেখান থেকে পালিয়ে যায় তারা ৷
ঘটনার মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে ৷ এলাকার সমস্ত সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে ৷ চোরদের খোঁজে তল্লাশি চলছে ৷
view commentsLocation :
First Published :
February 05, 2021 1:45 PM IST