সাংঘাতিক! আপত্তিকর 'অশ্লীল' ভিডিও তুলে ভয় দেখিয়ে কিশোরীর 'গণধর্ষণ'! অভিযোগে গ্রেফতার ৪
- Published by:Sanjukta Sarkar
- local18
Last Updated:
নির্যাতিতাকে অভিযুক্ত যুবকরা শুধুমাত্র গণধর্ষণই করেনি। তার আপত্তিকর ভিডিও করে তাকে নানা ভাবে ভয় দেখানো হয় বলেও অভিযোগ।
শ্রী গঙ্গা নগর: কিশোরীকে গণধর্ষণের ঘটনায় ধর্ষণের অভিযোগে- শ্রীগঙ্গানগরের জৈতসর থানা এলাকায় ৪ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্য দুই অভিযুক্তকেও খোঁজা হচ্ছে। নির্যাতিতাকে অভিযুক্ত যুবকরা শুধুমাত্র গণধর্ষণই করেনি। তার আপত্তিকর ভিডিও করে তাকে নানা ভাবে ভয় দেখানো হয় বলেও অভিযোগ।
নির্যাতিতা থানায় এই ঘটনা জানানোর পর, শ্রীগঙ্গানগরের পুলিশ সুপার প্যারিস দেশমুখ নিজে জয়তসরে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নির্যাতিতার চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণের অভিযোগে ৪ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুজনের খোঁজে চলছে তল্লাশি।
advertisement
advertisement
শ্রীগঙ্গানগরের জৈতসর থানার পুলিশ যে চার যুবককে গ্রেফতার করেছে তারা যথাক্রমে, বিনোদ নায়ক, দলীপ ওরফে দীপু নায়ক ওরফে পাঠান, কুলদীপ মেঘওয়াল ওরফে কালুনিবাসী এবং আকাশ বাল্মিকি। প্রকৃতপক্ষে, গুরুদ্বার বুধা জোহর মেলায় যাওয়ার অজুহাতে তার পরিচিত দুই যুবক ডেকে নিয়েছিল নির্যাতিতা মেয়েটিকে। এরপরই 2LC মোড়ে এসে এক যুবক ওই কিশোরীর সঙ্গে অশ্লীল কাজ করতে শুরু করে, তখনই সেখানে পৌঁছে যায় অন্য দুই অভিযুক্ত যুবক। যারা নির্যাতিতার অশ্লীল ভিডিও তৈরি করে তা ভাইরাল করার হুমকি দিয়ে বলপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ।
advertisement
এসময় অপর অভিযুক্তও সেখানে পৌঁছয় এবং সেও মেয়েটির অশ্লীল ভিডিও তোলে এবং তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর ওই চার অভিযুক্ত যুবক ওই ছাত্রীকে তার আপত্তিকর ভিডিও ভাইরাল করার হুমকি দেয় এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য চাপ দেয় বলেও অভিযোগ।
view commentsLocation :
Delhi,Delhi,Delhi
First Published :
March 23, 2023 8:43 PM IST