বর্ষবরণের পার্টিতে ডেকে বন্ধুকে গুলি করে খুন

Last Updated:

বর্ষবরণের রাতে বন্ধুকে গুলি করে খুন

 #আগরপাড়া: বছরশেষের রাতে বন্ধুকে বাড়িতে ডেকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে আগরপাড়ার প্রফুল্লনগরে ৷ এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ বর্ষবরণের রাত একসঙ্গে কাটাবেন বলে বন্ধু রাজেশ বসুকে নিজের বাড়িতে ডেকেছিলেন টোটোন রায়চৌধুরী। মধ্যরাতে মদের আসরে বন্ধুকে গুলি করার অভিযোগ উঠেছে টোটনের বিরুদ্ধে ৷
নিহত রাজেশ বোস কদমতলার বাসিন্দা ৷ তাঁর স্ত্রীর দাবি, প্রায় ৩ বছর তাঁদের যোগাযোগ ছিল না৷ হঠাতই রাতে ফোন করে তাঁর স্বামীকে ডাকেন টোটন রায়চৌধুরী। রাতে টোটনের বাড়ির ছাদে দু’জন মদ্যপান করেন। এরপরই রাজেশকে বেধড়ক মারধর করেন টোটন। সেই সময় ফোন তাঁকে মারধরের কথা জানান রাজেশ।
নিহত রাজেশ বসু নিহত রাজেশ বসু
advertisement
advertisement
যদিও, টোটনের বাড়ি গিয়ে রাজেশর স্ত্রী গুলিবিদ্ধ অবস্থায় স্বামীকে উদ্ধার করেন । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাজেশকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকে পলাতক টোটোন রায়চৌধুরী। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুরোন শত্রুতার জেরে এমন ঘটনা বলে মনে করছেন তদন্তকারীরা ৷
বাংলা খবর/ খবর/ক্রাইম/
বর্ষবরণের পার্টিতে ডেকে বন্ধুকে গুলি করে খুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement