পণ না পেয়ে স্ত্রীর ঘাড়ে ঘুমের মধ্যে চন্দ্রবোড়ার ছোবল মারিয়ে খুন করল স্বামী!

Last Updated:

রাতে ঘুমের মধ্যে ওই সাপটিকে দিয়ে স্ত্রীর ঘাড়ে ছোবল মারিয়ে শেষ করে দিল খুনি স্বামী৷ ঘটনার তদন্ত নেমে স্তম্ভিত পুলিশও৷

#কোল্লাম: গা শিউরে ওঠার মতো খুনের ছক৷ প্রমাণ না রাখতে খুনের জন্য বেছে নেওয়া হল মারাত্মক বিষধর চন্দ্রবোড়া! ঠিকই, কেরলে ২৫ বছরের স্ত্রীকে মারতে বিষধর চন্দ্রবোড়াকেই ব্যবহার করল এক ব্যক্তি৷ রাতে ঘুমের মধ্যে ওই সাপটিকে দিয়ে স্ত্রীর ঘাড়ে ছোবল মারিয়ে শেষ করে দিল খুনি স্বামী৷ ঘটনার তদন্ত নেমে স্তম্ভিত পুলিশও৷
কেরলের পতনমথিত্তা জেলার আদুরের ঘটনা৷ বেসরকারি ব্যাঙ্কের কর্মী সুরজ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ৷ তদন্তে নেমে জানা যায়, সুরজ ব্যাঙ্ক কর্মীর পাশাপাশি স্নেক ক্যাচারও৷ সে কেউটে সাপ ও চন্দ্রবোড়া সাপের বিষ সাপ্লাইয়েরও ব্যবসা করে৷ দুটিই মারাত্মক বিষধর৷ স্ত্রীকে খুন করতে সেই কেউটের বিষকেই বেছে নিয়েছিল সুরজ৷
প্রথমে কিছুই বোঝা যায়নি৷ ওই মহিলা মাস তিনেক আগে একবার সাপের ছোবল খান৷ ঘুমের মধ্যেই৷ কিন্তু সে বার দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কার্যত মৃত্যুমুখ থেকে ফিরে আসেন৷ মাস তিন বাদে গত শনিবার ফের সাপের ছোবল৷ সেই ঘুমের মধ্যেই৷ এ বারেই শেষ৷ এক ছোবলেই শরীর নীল হয়ে যায় ওই মহিলার৷
advertisement
advertisement
এ বার সন্দেহ হয় পরিবারের৷ তাঁরা পুলিশকে জানান, তিন মাসে দু বার একই সময়ে সাপের ছোবল নিয়ে তাঁদের সন্দেহ হচ্ছে৷ পুলিশ তদন্তে নেমে জানতে পারে, সুরজের বিয়ে হয়েছে বছর দুয়েক৷ বিয়েতে সে শ্বশুরবাড়ি থেকে প্রচুর সোনার গয়না পণ হিসেবে নিয়েছে৷ এবারও টাকা পয়সার দাবি করছিল৷ কিন্তু স্ত্রী তাঁর বাড়ি থেকে টাকা চাইতে রাজি হয়নি৷
advertisement
কোল্লাম পুলিশের প্রধান কে এস হরি শঙ্কর জানান, প্রথমে সুরজ তার বউকে মারার জন্য একটি সাপকে দিয়ে ছোবল দেওয়ায়৷ তাতে কোনও ক্রমে বেঁচে যান স্ত্রী৷ শনিবার ফের ছোবল দেওয়ায় রাতে ঘুমের মধ্যে৷ আগের বার ছোবলটি পায়ে দেওয়ানো হয়েছিল৷ এ বার একেবারে ঘাড়ে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার৷
সুরজের মোবাইল চেক করে দেখা গিয়েছে, গত তিন মাসে সে বারবার সাপের ভিডিও, সাপের বিষ নিয়ে প্রচুর সার্চ করেছে৷ তারপর সুরেশ নামে তার এক বন্ধুর থেকে চন্দ্রবোড়া সাপ জোগাড় করে৷ স্ত্রী যখন রাতে ঘুমোচ্ছেন, তখনই ওই চন্দ্রবোড়াটিকে দিয়ে স্ত্রীর ঘাড়ে ছোবল মারায়৷
advertisement
বাংলা খবর/ খবর/ক্রাইম/
পণ না পেয়ে স্ত্রীর ঘাড়ে ঘুমের মধ্যে চন্দ্রবোড়ার ছোবল মারিয়ে খুন করল স্বামী!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement