#কোল্লাম: গা শিউরে ওঠার মতো খুনের ছক৷ প্রমাণ না রাখতে খুনের জন্য বেছে নেওয়া হল মারাত্মক বিষধর চন্দ্রবোড়া! ঠিকই, কেরলে ২৫ বছরের স্ত্রীকে মারতে বিষধর চন্দ্রবোড়াকেই ব্যবহার করল এক ব্যক্তি৷ রাতে ঘুমের মধ্যে ওই সাপটিকে দিয়ে স্ত্রীর ঘাড়ে ছোবল মারিয়ে শেষ করে দিল খুনি স্বামী৷ ঘটনার তদন্ত নেমে স্তম্ভিত পুলিশও৷
কেরলের পতনমথিত্তা জেলার আদুরের ঘটনা৷ বেসরকারি ব্যাঙ্কের কর্মী সুরজ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ৷ তদন্তে নেমে জানা যায়, সুরজ ব্যাঙ্ক কর্মীর পাশাপাশি স্নেক ক্যাচারও৷ সে কেউটে সাপ ও চন্দ্রবোড়া সাপের বিষ সাপ্লাইয়েরও ব্যবসা করে৷ দুটিই মারাত্মক বিষধর৷ স্ত্রীকে খুন করতে সেই কেউটের বিষকেই বেছে নিয়েছিল সুরজ৷
প্রথমে কিছুই বোঝা যায়নি৷ ওই মহিলা মাস তিনেক আগে একবার সাপের ছোবল খান৷ ঘুমের মধ্যেই৷ কিন্তু সে বার দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কার্যত মৃত্যুমুখ থেকে ফিরে আসেন৷ মাস তিন বাদে গত শনিবার ফের সাপের ছোবল৷ সেই ঘুমের মধ্যেই৷ এ বারেই শেষ৷ এক ছোবলেই শরীর নীল হয়ে যায় ওই মহিলার৷
এ বার সন্দেহ হয় পরিবারের৷ তাঁরা পুলিশকে জানান, তিন মাসে দু বার একই সময়ে সাপের ছোবল নিয়ে তাঁদের সন্দেহ হচ্ছে৷ পুলিশ তদন্তে নেমে জানতে পারে, সুরজের বিয়ে হয়েছে বছর দুয়েক৷ বিয়েতে সে শ্বশুরবাড়ি থেকে প্রচুর সোনার গয়না পণ হিসেবে নিয়েছে৷ এবারও টাকা পয়সার দাবি করছিল৷ কিন্তু স্ত্রী তাঁর বাড়ি থেকে টাকা চাইতে রাজি হয়নি৷
কোল্লাম পুলিশের প্রধান কে এস হরি শঙ্কর জানান, প্রথমে সুরজ তার বউকে মারার জন্য একটি সাপকে দিয়ে ছোবল দেওয়ায়৷ তাতে কোনও ক্রমে বেঁচে যান স্ত্রী৷ শনিবার ফের ছোবল দেওয়ায় রাতে ঘুমের মধ্যে৷ আগের বার ছোবলটি পায়ে দেওয়ানো হয়েছিল৷ এ বার একেবারে ঘাড়ে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার৷
সুরজের মোবাইল চেক করে দেখা গিয়েছে, গত তিন মাসে সে বারবার সাপের ভিডিও, সাপের বিষ নিয়ে প্রচুর সার্চ করেছে৷ তারপর সুরেশ নামে তার এক বন্ধুর থেকে চন্দ্রবোড়া সাপ জোগাড় করে৷ স্ত্রী যখন রাতে ঘুমোচ্ছেন, তখনই ওই চন্দ্রবোড়াটিকে দিয়ে স্ত্রীর ঘাড়ে ছোবল মারায়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dowry System, Murder, Snake Bite