ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়ে মহিলাকে ব্ল্যাকমেল ! টাকা আদায়ের চেষ্টা ! গ্রেফতার যুবক
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার বালিশা এলাকায়।
#অশোকনগর: লকডাউনের মধ্যেও কত কী অদ্ভূত ঘটনাই না ঘটছে চারিদিকে ৷ ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়ে এক মহিলাকে বেশ কিছুদিন ধরেই ব্ল্যাকমেল করছিল এক যুবক ৷ একবার ৫০০০ টাকাও আদায় করে সে ৷ কিন্তু এই কুকর্ম খুব বেশি দিন স্থায়ী হল না ৷ বিষয়টা জানাজানি হতেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ৷
ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার বালিশা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বসিরহাট মহকুমার হাড়োয়া এলাকার বছর তেইশের যুবক আজহার মল্লিক বালিশায় মামা বাড়িতে যাতায়াত করার সুবাদে পরিচয় হয় সেখানকার এক মহিলার সঙ্গে।
মহিলার কিছু গোপন অন্তরঙ্গের ছবি ওই যুবকের কাছে ছিল, আর সেগুলি দিয়ে ভয় দেখিয়ে একবার মহিলার কাছ থেকে পাঁচ হাজার টাকা আদায় করে সে। এরপর আবার টাকা দাবি করলে মহিলা অশোকনগর থানার দ্বারস্থ হয়। অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে অভিযুক্তের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ৷
advertisement
Location :
First Published :
May 05, 2020 3:22 PM IST