Offbeat News| Crime|| নামী স্কুলে থরে থরে সাজানো দামি মদ, ঢালাও কন্ডোমের প্যাকেট! কী চলত সেখানে? তোলপাড় কাণ্ড
- Published by:Shubhagata Dey
- local18
Last Updated:
Branded liquor and condoms found from School: ইংরাজি মাধ্যম স্কুলের ঘর থেকে উদ্ধার থরে থরে সাজানো দামি মদের বোতল, ঢালাও কন্ডোমের প্যাকেট। তাও আবার অধ্যক্ষের ঘর থেকে৷ সাংঘাতিক এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় মধ্যপ্রদেশ।
মোরেনাঃ নামী ইংরাজি মাধ্যম স্কুলের ঘর থেকে উদ্ধার থরে থরে সাজানো দামি মদের বোতল, ঢালাও কন্ডোমের প্যাকেট। তাও আবার অধ্যক্ষের ঘর থেকে৷ শনিবার সামনে আসা সাংঘাতিক এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় মধ্যপ্রদেশের মোরেনা। জেলার একটি স্কুলে শনিবার আচমকা পরিদর্শন যান প্রশাসন এবং শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। সেই সময়েই মদের বোতল, কন্ডোমের প্যাকেট নজরে আসে। তৎক্ষণাৎ সিল করে দেওয়া হয়েছে স্কুলটি।
SCPCR পরিদর্শন টিমের মেম্বার নিবেদিতা শর্মা জানান, "পরিদর্শনের সময় স্কুলে গ্যাস সিলিন্ডার এবং মদের বোতল, কন্ডোম উদ্ধার হয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে৷" ইতিমধ্যেই ঘটনাটি জেলা কালেক্টরকে জানানো হয়েছে। স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। আবগারি দফতরের পক্ষ থেকেও অধ্যক্ষের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুনঃ সকাল থেকে মেঘলা আকাশ, দুপুর গড়ালেই তুমুল ঝড়বৃষ্টি জেলায় জেলায়, জানুন পূর্বাভাস
নিবেদিতা আরও জানান, "পরিদর্শনের জন্য স্কুলে পৌঁছে লাইব্রেরির পাশে থাকা এই ঘরে ঢুকে হতবাক হয়ে যাই সকলে। স্কুলের দুটি কোণ ভিতর থেকে সংযুক্ত ছিল৷ ঘরটি থেকে ১৫টি বিছানা মিলেছে। সেলখানে যে কেউ বা কারা নিয়মিত থাকতেন তা স্পষ্ট। তবে কে বা কারা থাকত, তা এখনও জানা জায়নি। কারণ সেখানে কোনও সিসি ক্যামেরা নেই।"
advertisement
advertisement
A missionary school in #MadhyaPradesh's #Morena dist was sealed after liquor&condoms were found in principal's room during a surprise inspection. FIR has been lodged against principal.
The inspection was conducted by State Commission for Protection of Child Rights on Saturday. pic.twitter.com/Ccrm6clLtx — IANS (@ians_india) March 26, 2023
advertisement
আরও পড়ুনঃ এক কোয়া রসুনেই তোলপাড় জীবন! লাল কাপড় মুড়ে শুধু রাখতে হবে বাড়ির 'এই' জায়গায়
প্রশ্ন উঠছে, যখন বিল্ডিংয়ের অন্যান্য জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, কেন সেই নির্দিষ্ট অংশটি বাদ দেওয়া হল। তবে অধ্যক্ষের কথায় তিনি সেখানে থাকেন না। তাহলে কারা থাকেন সেই ঘরে? কেন সেখানে ১৫টি শয্যা রয়েছে? কেন সিসি ক্যামেরা লাগানো হয়নি? উল্লেখ্য, ওই ঘরের সঙ্গে ছাত্রীদের ক্লাসরুমের যাওয়ার সরাসরি প্রবেশ পথ রয়েছে বলেও জানা গিয়েছে।
advertisement
নিবেদিতা জানান, যে স্কুল ক্যাম্পাসে মদ একেবারেই অনুমোদিত নয়। "এটি আইনের লঙ্ঘন। কেউ এত পরিমাণ মদ রাখতে পারবে না৷ এই বিষয়টিও বেআইনি হওয়ায় আবগারি দফতর বিষয়টি নিয়ে ব্যবস্থা নিচ্ছে।তবে শুধু মদ বা কন্ডোম নয়। একটি বিশেষ ধর্ম প্রচারের প্রচুর বউ উদ্ধার হয়েছে তল্লাশিতে, যা নিয়ে বেশ চিন্তিত প্রশাশনের কর্তারা।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2023 2:29 PM IST