প্রেমে বাধা, বিষ খেয়ে আত্মহত্যা প্রেমিক-প্রেমিকার
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা অসুস্থ অবস্থায় দু’জনকে দেখতে পেয়ে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।
#তারকেশ্বর: প্রেমে বাধা পেয়ে বিষ খেয়ে আত্মহত্যা প্রেমিক-প্রেমিকার। ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার লোকনাথ স্টেশনে। মৃত যুবকের নাম অতনু বেড়া । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে এসে দু’জনেই লোকনাথ স্টেশনে মধ্যরাতে কীটনাশক পান করে।
শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা অসুস্থ অবস্থায় দু’জনকে দেখতে পেয়ে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অসুস্থ যুবককে তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল থেকে আরামবাগ হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করতে বলা হয় ৷ কিন্তু বর্ধমানে নিয়ে যাওয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয় । তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে মৃত্যু হয় প্রেমিকার। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷
view commentsLocation :
First Published :
June 05, 2020 8:48 PM IST