বাড়ির সামনেই একটি ক্লাবে লটারি টিকিটের ব্যবসায়ীকে গুলি করে খুন !

Last Updated:

মৃতের নাম অমর দাস (৩৩) ৷ পেশায় লটারি টিকিটের ব্যবসায়ী।

#চাকদহ: বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ক্লাবের মধ্যেই গুলি করে খুন এক লটারি টিকিট ব্যবসায়ী। নদিয়ার চাকদহের গ্রাম পঞ্চায়েত এলাকায় গতকাল, বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ এই ঘটনা ঘটে। মৃতের নাম অমর দাস (৩৩) ৷ পেশায় লটারি টিকিটের ব্যবসায়ী। অমর দাসের বাড়ি চাকদহ থানার গ্রাম পঞ্চায়েতের দরাপপুর এলাকাতেই।
অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে অমর দাস মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এদিনই ছিল তাঁর শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ৷ অনেক রাত পর্যন্ত বাড়ি না ফেরায় তাঁর স্ত্রী ফোনে যোগাযোগ করলে ফোন বেজে গেলেও কেউ ফোন তোলেনি। এরপর প্রতিবেশী এক মহিলার মারফত খবর পান পাড়ারই ক্লাব এর ভিতরেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন অমর। স্ত্রী লক্ষ্মী দাস জানান, দীর্ঘদিন ধরেই আতঙ্কের মধ্যে থাকতেন অমর । লকডাউনের ফলে বাড়ির কাছেই হৃদয়ের সংঘ নামে একটি ক্লাব আছে সেই ক্লাবের মধ্যেই বেশিরভাগ সময়টা কাটাতেন। এরপর চাকদহ থানার পুলিশ ঘটনাস্থলে এলে তাঁর স্ত্রী লক্ষ্মী দাস-কে সামনে যেতে দেওয়া হয়নি তবে, তিনি জানান অমরবাবুর মাথায় তিনটি গুলি করা হয়েছে। ব্যবসায়িক শত্রুতা না এর পিছনে অন্য কোনও কারণ আছে ৷ সে বিষয়ে কিছুই বলতে পারছেন না স্ত্রী লক্ষ্মী দাস। ঘটনার তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ। শুক্রবার সকাল থেকেই এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশবাহিনী । ঘটনাস্থলে ছুটে আসেন চাকদহ থানার পুলিশ ও কল্যানীর এসডিপিও। তবে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ এখনও পর্যন্ত দু'জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
বাড়ির সামনেই একটি ক্লাবে লটারি টিকিটের ব্যবসায়ীকে গুলি করে খুন !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement