Kasba Fake Vaccination Case: সাংসদ মিমিকে টিকা দিয়েছিলেন, কসবাকাণ্ডে গ্রেফতার ‘ভ্যাকসিন ম্যান’ শরৎ পাত্র

Last Updated:

টিকা ভুয়ো জেনেও দিতেন। এমনই অভিযোগ যাঁর বিরুদ্ধে সেই শর‍ৎ পাত্রকে গ্রেফতার করল পুলিশ। কসবার ক্যাম্পে সাংসদ মিমি চক্রবর্তীকেও টিকা দেন এই শরৎই।

কলকাতা: স্কুলের গণ্ডি পার করেননি। প্রশিক্ষণও নেই। তারপরও টিকা দিতেন দেবাঞ্জনের ভুয়ো ক্যাম্পে। টিকা ভুয়ো জেনেও দিতেন। এমনই অভিযোগ যাঁর বিরুদ্ধে সেই শর‍ৎ পাত্রকে গ্রেফতার করল পুলিশ। কসবার ক্যাম্পে সাংসদ মিমি চক্রবর্তীকেও টিকা দেন এই শরৎই।
স্কুলের গণ্ডি পার করেননি। কোনও প্রশিক্ষণও নেই। অভিযোগ, তারপরও একের পর এক ভুয়ো ক্যাম্পে ভ্যাকসিনের ইনজেকশন দিয়েছেন এই শর‍ৎ পাত্র। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে  তাকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, শরৎ পাত্র ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছেন। তালতলায় এক চিকিৎসকের সহযোগী হিসেবে কাজ করেছেন। তাঁর কাছ থেকেই ইনজেকশন দেওয়া, ড্রেসিং করার মতো কাজ শিখেছেন। কিন্তু, ভ্যাকসিন দেওয়ার প্রশিক্ষণ নেই। দেবাঞ্জনের সহযোগী শান্তনু মান্নাই শরতের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেয়।
advertisement
advertisement
অভিযোগ, দেবাঞ্জনের ক্যাম্পে ভুয়ো টিকা দেওয়া হচ্ছে জেনেও তিনি সেই টিকা দিয়ে গেছেন। সব জানার পরও টিকা দিলেন কেন? এই প্রশ্ন করাতে শরৎ পাত্র বলেন... ‘ভুল হয়েছে...৷’’
ভুয়ো আইএএসের ভুয়ো ক্যাম্পে টিকা নেন সাংসদ মিমি চক্রবর্তী। তাঁর অভিযোগের প্রেক্ষিতেই গ্রেফতার দেবাঞ্জন দেব। কসবার এই ক্যাম্পে মিমিকে টিকা দেন শরতই। তিনি ছাড়াও ভুয়ো ভ্যাকসিনচক্রে আরও কে কে আছেন, তারই এখন খোঁজ করছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Kasba Fake Vaccination Case: সাংসদ মিমিকে টিকা দিয়েছিলেন, কসবাকাণ্ডে গ্রেফতার ‘ভ্যাকসিন ম্যান’ শরৎ পাত্র
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement