‘পুরো জিপকে মেরে ফেলব, এত খুন করব যে...’ পুলিশ কনস্টেবলকে দেওয়া বিকাশ দুবের হুমকি ভাইরাল

Last Updated:

অশ্রাব্য ভাষায় গালাগালি, পুলিশদের মেরে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার কথা. শুনে নিন বিকাশ দুবের হাড় হিম করা হুমকি

#কানপুর: কানপুর কাণ্ডের মূল পান্ডা বিকাশ দুবে কতটা ভয়ানক ছিল তা তার এনকাউন্টারে মৃত্যুর পরেও টের পাওয়া যাচ্ছে ৷ বিকরু গাঁও হত্যাকাণ্ডে তার ও তার দলের লোকেদের হাতেই মারা যায় ৮ পুুলিশ কর্মী ৷ এই মুহূ্র্তে এক পুলিশ কনস্টেবলকে দেওয়া বিকাশের হুমকির অডিও ভাইরাল ৷
এই অডিও ক্লিপে থানার কনস্টেবলকে হুমকি দিচ্ছে বিকাশ দুবে৷ অশ্রাব্য গালাগালি দিতে দিতে সে বলছে, ‘আজ পুরি জিপ মারেগি, ইতনা খুন করুঙ্গা চাহে তো জিন্দেগি জেল মে কাটনা পড়ে৷’ এই কথার অর্থ আজ পুরো জিপ মারব, এত খুন করব তাতে জেলেও কাটাতে হয় কোনও অসুবিধা না হয়৷’ এই অডিও ক্লিপে সে একের পর এক গালি দিচ্ছে পাশাপাশি সিপাহি তাকে সম্মান দিয়ে কথা বলে যাচ্ছে ৷
advertisement
শুনে নিন ভাইরাল সেই অডিও
advertisement
২ জুলাই যখন শহিদ দেবেন্দ্র মিশ্র তার বিরুদ্ধে মামলা দায়ের করবে তখনই সে এইভাবে হুমকি দিয়েছিল ৷ অডিওতে বিকাশ দুবে বলেছিল, তার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হচ্ছে এর ফল সাঙ্ঘাতিক হবে ৷ সবাইকে সে বুঝিয়ে দেবে কার বিরুদ্ধে এই চক্রান্ত হচ্ছে ৷ সে হুমকি দিয়েছিল পুরো জিপকে মারবে, পাশাপাশি এও বলেছে এত খুন করবে তারপর যদি পুরো জীবন জেলেও কাটাতে হয় তাই কাটাবে সে ৷ এরপরেও থামেনি সে আরও বলেছিল , আজই সেই ব্যক্তিকে শিকার করবে বিকাশ দুব, 'যতক্ষণ না তাকে মারব ততক্ষণ বাড়ি ঢুকব না' ৷
advertisement
বিকাশ দুবের এই মারাত্মক আক্রমণের উত্তরে সেই সিপাহি শুধু হ্যাঁ- হ্যাঁ করছে আর বলছে আমি শুনছি , আমি শুনছি ৷
বাংলা খবর/ খবর/ক্রাইম/
‘পুরো জিপকে মেরে ফেলব, এত খুন করব যে...’ পুলিশ কনস্টেবলকে দেওয়া বিকাশ দুবের হুমকি ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement