‘পুরো জিপকে মেরে ফেলব, এত খুন করব যে...’ পুলিশ কনস্টেবলকে দেওয়া বিকাশ দুবের হুমকি ভাইরাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
অশ্রাব্য ভাষায় গালাগালি, পুলিশদের মেরে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার কথা. শুনে নিন বিকাশ দুবের হাড় হিম করা হুমকি
#কানপুর: কানপুর কাণ্ডের মূল পান্ডা বিকাশ দুবে কতটা ভয়ানক ছিল তা তার এনকাউন্টারে মৃত্যুর পরেও টের পাওয়া যাচ্ছে ৷ বিকরু গাঁও হত্যাকাণ্ডে তার ও তার দলের লোকেদের হাতেই মারা যায় ৮ পুুলিশ কর্মী ৷ এই মুহূ্র্তে এক পুলিশ কনস্টেবলকে দেওয়া বিকাশের হুমকির অডিও ভাইরাল ৷
এই অডিও ক্লিপে থানার কনস্টেবলকে হুমকি দিচ্ছে বিকাশ দুবে৷ অশ্রাব্য গালাগালি দিতে দিতে সে বলছে, ‘আজ পুরি জিপ মারেগি, ইতনা খুন করুঙ্গা চাহে তো জিন্দেগি জেল মে কাটনা পড়ে৷’ এই কথার অর্থ আজ পুরো জিপ মারব, এত খুন করব তাতে জেলেও কাটাতে হয় কোনও অসুবিধা না হয়৷’ এই অডিও ক্লিপে সে একের পর এক গালি দিচ্ছে পাশাপাশি সিপাহি তাকে সম্মান দিয়ে কথা বলে যাচ্ছে ৷
advertisement
শুনে নিন ভাইরাল সেই অডিও
advertisement
২ জুলাই যখন শহিদ দেবেন্দ্র মিশ্র তার বিরুদ্ধে মামলা দায়ের করবে তখনই সে এইভাবে হুমকি দিয়েছিল ৷ অডিওতে বিকাশ দুবে বলেছিল, তার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হচ্ছে এর ফল সাঙ্ঘাতিক হবে ৷ সবাইকে সে বুঝিয়ে দেবে কার বিরুদ্ধে এই চক্রান্ত হচ্ছে ৷ সে হুমকি দিয়েছিল পুরো জিপকে মারবে, পাশাপাশি এও বলেছে এত খুন করবে তারপর যদি পুরো জীবন জেলেও কাটাতে হয় তাই কাটাবে সে ৷ এরপরেও থামেনি সে আরও বলেছিল , আজই সেই ব্যক্তিকে শিকার করবে বিকাশ দুব, 'যতক্ষণ না তাকে মারব ততক্ষণ বাড়ি ঢুকব না' ৷
advertisement
বিকাশ দুবের এই মারাত্মক আক্রমণের উত্তরে সেই সিপাহি শুধু হ্যাঁ- হ্যাঁ করছে আর বলছে আমি শুনছি , আমি শুনছি ৷
Location :
First Published :
July 21, 2020 5:25 PM IST