এ যেন পুরো ফিল্ম! দাবাং স্টাইলে খাদ্য মন্ত্রী রেশন দোকানে হানা দিয়ে, ধরলেন জালিয়াতি

Last Updated:

মন্ত্রীকে তারক প্রামানিক রোডের জনগন ,ওই রেশন দোকান থেকে আরম্ভ করে,ওই এলাকার রেশন দোকানগুলোর বিরুদ্ধে অভিযোগ করেন।

#কলকাতা:   স্বয়ং খাদ্য দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি হানা দিলেন জোড়াসাঁকো এলাকার দুটি রেশন ডিলারের দোকানে। প্রথমটি ৪/ সি রমতনু বোস লেনের রতন কুমার গুপ্তার রেশন দোকানে।সেখানে গিয়ে তিনি সেরকম কিছু না পেলেও,চালান পত্র দেখে ফিরে আসেন।তবে দোকানের ভেতরে কিছু ,খাদ্য শস্য এদিক ওদিক পড়ে থাকাতে,তিনি বেশ ক্ষুব্ধ হন।সেগুলো ঠিক করে নিতে বলেন রেশন ডিলারকে।
তার পর পায়ে হেঁটে ৬৩/এ তারক প্রামানিক রোডে যান। ওটি রেশন ডিলার সাধন পালের দোকান।সেখানে গিয়ে মজুতের হিসাব মেলাতেই, চক্ষু চড়কগাছ মন্ত্রী ও খাদ্য দফতরের  আধিকারিকদের। স্টক মেলাতেই দেখেন ২৭৭ বস্তা চাল গম থাকার কথা। সেখানে মাত্র পাওয়া যায় একশো কুড়ি বস্তা চাল ও ১৫৭ বস্তা গম, বাকি খাদ্যশস্য গেল কোথায়?
advertisement
advertisement
দোকানের ম্যানেজার এর পরিষ্কার উত্তর, এমআর ডিস্ট্রিবিউটর অনলাইন চালান করে দিয়েছেন। কিন্তু মাল পাঠায়নি। তিনি এও বলেন এম আর ডিস্ট্রিবিউটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তাহলে, কলকাতায় রেশনে আবার ঘুঘুর বাসা বেধেছে?  এলাকার মানুষের অভিযোগ,রেশনের মাল থাকলেও,অনেককে দিতে চাননা,ওই রেশন ডিলাররা।  এই রেশন ডিলাররা, মাল কিছুটা কিনে,এম আর ডিস্ট্রিবিউটরদের কাছে বিক্রি করে চলে আসেন।ওই ডিস্ট্রিবিউটররা অবৈধ ভাবে কালো বাজারিদের কাছে বিক্রি করে দেয় ওই সমস্ত রেশনের দ্রব্যাদি।এই ভাবে রেশন পদ্ধতিতে ঘুঘুর বাসা চেপে বসেছে। মন্ত্রী জ্যোৎস্না মান্ডি সমস্ত কাগজপত্রে সই করিয়ে চাল,গমের মজুত বস্তা মিলিয়ে বেরিয়ে যান এবং তিনি বলেন তদন্ত চলবে। যদি প্রমাণ হয় কেউ জড়িত, তাহলে তার আইন অনুযায়ী শাস্তি হবে।
advertisement
মন্ত্রীকে তারক প্রামানিক রোডের জনগন ,ওই রেশন দোকান থেকে আরম্ভ করে,ওই এলাকার রেশন দোকানগুলোর বিরুদ্ধে অভিযোগ করেন।রেশনে খাদ্য সামগ্রী না দেওয়া।নিম্ন মানের খাদ্য সামগ্রী দেওয়ার ইত্যাদির।   মন্ত্রী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে বেরিয়ে যান।তিনি বলেন ' মমতা বন্দোপাধ্যায় তাকে যে দায়িত্ব দিয়েছেন,তিনি সেই গুরু দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করবেন।'
Shanku Santra
বাংলা খবর/ খবর/ক্রাইম/
এ যেন পুরো ফিল্ম! দাবাং স্টাইলে খাদ্য মন্ত্রী রেশন দোকানে হানা দিয়ে, ধরলেন জালিয়াতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement