‘খুনের’ ৬ মাস পরেও বেঁচে ছিল শিনা বোরা, চাঞ্চল্যকর দাবি ইন্দ্রাণীর

Last Updated:

৬ মাস পরও বেঁচে ছিল শিনা ৷ সেই সময় বাগদত্তা রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে ছিলেন ৷

#নয়দিল্লি: শিনা বোরা খুনের মামলায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য ৷ সম্প্রতি সিবিআই কোর্টে এই মামলার শুনানি চলছে ৷ সেখানে অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় জানিয়েছেন যে ২৪ এপ্রিল ২০১২ শিনা বোরার খুনের দিন বলা হচ্ছে ৷ কিন্তু এর ৬ মাস পরও বেঁচে ছিল শিনা ৷ সেই সময় বাগদত্তা রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে ছিলেন ৷ স্পেশ্যাল সিবিআই কোর্ট নিয়ে এই নিয়ে ইন্দ্রাণীর জামিনের জন্য পঞ্চমবার শুনানি চলছে ৷
শুনানির সময় ইন্দ্রাণী রাহুলের কল রেকর্ড ডিটেল জমা দিয়ে জানিয়েছেন যে দু’জনের মধ্য ২৭ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে ম্যাসেজে কথা হয়েছে ৷ ইন্দ্রাণী ম্যাসেজ পড়ে জানিয়েছেন যে রাহুল ম্যাসেজে লিখেছিলেন, ‘ I am in the car park. come now.' এরপর শিনা উত্তরে লিখেছিলেন,‘৫ মিনিট৷’
ইন্দ্রাণী কোর্টে জানিয়েছেন যে তাকে জেনে বুঝে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে ৷ তিনি নির্দোষ বলেও দাবি করেছেন ৷ তিনি আরও বলেন ২০১৫ সালে তাকে গ্রেফতার করার পর পিটার মুখোপাধ্যায় তার ছেলে রাহুল ও রবিনের অ্যাকাউন্টে ৬ কোটি টাকা ট্রান্সফার করেছে ৷ ইন্দ্রাণী আরও জানিয়েছেন, যে দিন শিনা বোরার হত্যা করে হয়েছে বলে দাবি করা হচ্ছে তারপর থেকে ২০১৫ সালে যেদিন তাকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে তিনি একাধিকবার বিদেশ যাত্রা করেছে ৷ যদি তিনি খুন করেই থাকতেন তাহলে দেশে ফিরলেন কেন ?
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
‘খুনের’ ৬ মাস পরেও বেঁচে ছিল শিনা বোরা, চাঞ্চল্যকর দাবি ইন্দ্রাণীর
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement