‘খুনের’ ৬ মাস পরেও বেঁচে ছিল শিনা বোরা, চাঞ্চল্যকর দাবি ইন্দ্রাণীর

Last Updated:

৬ মাস পরও বেঁচে ছিল শিনা ৷ সেই সময় বাগদত্তা রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে ছিলেন ৷

#নয়দিল্লি: শিনা বোরা খুনের মামলায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য ৷ সম্প্রতি সিবিআই কোর্টে এই মামলার শুনানি চলছে ৷ সেখানে অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় জানিয়েছেন যে ২৪ এপ্রিল ২০১২ শিনা বোরার খুনের দিন বলা হচ্ছে ৷ কিন্তু এর ৬ মাস পরও বেঁচে ছিল শিনা ৷ সেই সময় বাগদত্তা রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে ছিলেন ৷ স্পেশ্যাল সিবিআই কোর্ট নিয়ে এই নিয়ে ইন্দ্রাণীর জামিনের জন্য পঞ্চমবার শুনানি চলছে ৷
শুনানির সময় ইন্দ্রাণী রাহুলের কল রেকর্ড ডিটেল জমা দিয়ে জানিয়েছেন যে দু’জনের মধ্য ২৭ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে ম্যাসেজে কথা হয়েছে ৷ ইন্দ্রাণী ম্যাসেজ পড়ে জানিয়েছেন যে রাহুল ম্যাসেজে লিখেছিলেন, ‘ I am in the car park. come now.' এরপর শিনা উত্তরে লিখেছিলেন,‘৫ মিনিট৷’
ইন্দ্রাণী কোর্টে জানিয়েছেন যে তাকে জেনে বুঝে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে ৷ তিনি নির্দোষ বলেও দাবি করেছেন ৷ তিনি আরও বলেন ২০১৫ সালে তাকে গ্রেফতার করার পর পিটার মুখোপাধ্যায় তার ছেলে রাহুল ও রবিনের অ্যাকাউন্টে ৬ কোটি টাকা ট্রান্সফার করেছে ৷ ইন্দ্রাণী আরও জানিয়েছেন, যে দিন শিনা বোরার হত্যা করে হয়েছে বলে দাবি করা হচ্ছে তারপর থেকে ২০১৫ সালে যেদিন তাকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে তিনি একাধিকবার বিদেশ যাত্রা করেছে ৷ যদি তিনি খুন করেই থাকতেন তাহলে দেশে ফিরলেন কেন ?
advertisement
বাংলা খবর/ খবর/ক্রাইম/
‘খুনের’ ৬ মাস পরেও বেঁচে ছিল শিনা বোরা, চাঞ্চল্যকর দাবি ইন্দ্রাণীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement