Hyderabad Murder: হাত দিয়ে গোপনাঙ্গ ছিঁড়ে, হৃদপিণ্ড খুবলে প্রেমিকার প্রাক্তনকে খুন! অবিশ্বাস্য নৃশংসতা হায়দরাবাদে

Last Updated:

Hyderabad Murder: নবীনের সঙ্গে দু'বছর সম্পর্ক ছিল যে মেয়েটির, সেই এখন হরিহরের গার্লফ্রেন্ড। সম্পর্ক ভাঙার পরেও মেয়েটিকে নবীব ফোন ও মেসেজ করত বলে রাগে ফুঁসছিল হরিহর।

অবিশ্বাস্য নৃশংসতা হায়দরাবাদে
অবিশ্বাস্য নৃশংসতা হায়দরাবাদে
হায়দরাবাদ: নিজের বন্ধু এবং প্রেমিকার প্রাক্তন। সেই যুবককে নৃশংস ভাবে খুন করল ২২ বছরের এক যুবক। পুলিশের দাবি, নিজের প্রেমিকাকে ফোন ও মেসেজ করত সেই বন্ধু, যে কি না প্রেমিকার প্রাক্তন বয়ফ্রেন্ডও। খুন করে শরীর থেকে মাথা আলাদা করে ফেলে অভিযুক্ত। গোপনাঙ্গ, আঙুল কেটে দেহ ফেলে দিয়ে আসে। পরে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে। হায়দরাবাদের এমন ভয়ঙ্কর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযুক্তের বয়ানের ভিত্তিতে তদন্ত চালিয়েই লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পুলিশের দাবি, নবীন নামের মৃত যুবক ও অভিযুক্ত হরিহর কৃষ্ণ দিলসুখনগরে একই কলেজে পড়ত। নবীনের সঙ্গে দু'বছর সম্পর্ক ছিল যে মেয়েটির, সেই এখন হরিহরের গার্লফ্রেন্ড। সম্পর্ক ভাঙার পরেও মেয়েটিকে নবীব ফোন ও মেসেজ করত বলে রাগে ফুঁসছিল হরিহর।
আরও পড়ুন: ভাইয়ের গাড়িতে নিকির মৃতদেহ পাশে বসিয়ে ৪০ কিমি চালায় সাহিল, জেরায় চাঞ্চল্যকর তথ্য
গত তিন মাস ধরেই নবীনকে পথ থেকে সরানোর ছক কষছিল হরিহর। ১৭ ফেব্রুয়ারি, হায়দরাবাদের বাইরে আবদুল্লানগরে দেখা করে নবীন ও হরিহর। হৈ-হুল্লোড় করার নামে ডেকে পাঠায় হরিহর। মদ্যপানের পর ঝগড়া শুরু হয় তাদের। তখনই ফের গার্লফ্রেন্ডকে ফোন ও মেসেজ করার কথা বলে হরিহর। অভিযোগ, সেখানেই শ্বাসরোধ করে নবীনকে খুন করে হরিহর। রাগে হাত দিয়েই গোপনাঙ্গ ও হৃদপিণ্ড খুবলে নেয় হরিহর।
advertisement
advertisement
আরও পড়ুন: সাহিলের ইচ্ছে ছিল নিকিকে গাড়ি থেকে ধাক্কা দেওয়ার, না পেরেই শ্বাসরোধ করে খুনের পর ফ্রিজে দেহ রেখেছিল!
আঙুল কেটে সেই লাশের ছবি গার্লফ্রেন্ডকে হোয়াটসঅ্যাপে পাঠায় হরিহর। পুলিশের দাবি, মেয়েটি প্রথমে প্র্যাঙ্ক করা হয়েছে বলে ভেবেছিল। পরে নবীনের অন্য বন্ধুরা তাকে ফোনে না পেয়ে হরিহরকে ফোন করে। নবীন কোথায় তা জানাতে না পারাতেই সন্দেহ হয় অনেকের। পরিবারকে জানালে পুলিশে অভিযোগ দায়ের করেন তাঁরা। পরে হরিহর আত্মসমর্পণ করে এবং গোটা ঘটনা জানায়।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Hyderabad Murder: হাত দিয়ে গোপনাঙ্গ ছিঁড়ে, হৃদপিণ্ড খুবলে প্রেমিকার প্রাক্তনকে খুন! অবিশ্বাস্য নৃশংসতা হায়দরাবাদে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement