Vikas Dubey Encounter| মৃত গ্যাংস্টারের দেহ নিতে অস্বীকার করল পরিবার

Last Updated:

ঘণ্টার পর ঘণ্টা জেরা বিকাশ দুবের স্ত্রী-কে সঙ্গে ছিল নাবালক ছেলেও

#কানপুর: উত্তরপ্রদেশ পুলিশের ৮ জনকে এনকাউন্টারে মারার মূল অভিযুক্ত বিকাশ দুবে শুক্রবার সকালে কানপুরের কাছেই মারা যায়৷ উত্তরপ্রদেশের এসটিএফ -র গাড়ি উল্টে যাওয়ার পর সে এক পুলিশের পিস্তল নিয়ে পালানোর চেষ্টা করে ৷সে সময় তাকে আত্মসমর্পণ করার কথা বলা হয় ৷ কিন্তু গ্যাংস্টার দুবে সে সময় পুলিশের ওপর গুলি চালাতে শুরু করেছিল ৷ পুলিশের পাল্টা ফায়ারিংয়ে সে মারা যায় ৷
এরপর বিকাশ দুবের দেহ হৈলট হাসপাতালে নিয়ে যাওয়া হয় , সেখানেই তার পোস্টমর্টেম করা হয় ৷ কিন্তু এরপর যখন শবদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার কথা বলা হয় তখন বিকাশের পরিবার তাঁদের খুনী ছেলের মৃতদেহ নিতে অস্বীকার করে ৷  পুলিশ বিকাশ দুবের বউকে ডেকে ঘণ্টার পর ঘণ্টা জেরা করেছিল ৷ কানপুর এনকাউন্টারে তার কোনও যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছিল ৷ তবে এই জেরায় তাঁকে নির্দোষ পাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয় ৷ এই জেরার সময় বিকাশের স্ত্রী-র সঙ্গে তাঁর নাবালক পুত্র সন্তানও ছিল ৷
advertisement
মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল  চিকিৎসক জানিয়েছে গ্যাংস্টার বিকাশ দুবের বুকে তিনটি গুলি লেগেছিল ৷ এছাড়াও একটা গুলি হাতে লেগেছিল ৷ তিনি আরও জানিয়েছেন বিকাশ দুবেকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এরপর তার করোনা পরীক্ষাও করা হয়৷ বিকাশ দুবের এনকাউন্টারের সময় ২ জন পুলিশ আধিকারিকও আহত হয়েছেন৷ তাদের চিকিৎসা চলছে ৷
advertisement
advertisement
এদিকে এর আগে  গ্যাংস্টার বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে উত্তর প্রদেশ পুলিশকে৷ কানপুরের ডনের সঙ্গে পুলিশের এনকাউন্টারের কিছুক্ষণ আগেই কেন সংবাদমাধ্যমকেও পুলিশের কনভয়কে ধাওয়া করা থেকে আটকানো হল, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে৷
বৃহস্পতিবার মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে গ্রেফতার করা হয় বিকাশ দুবেকে৷ রাতেই সড়কপথে বিকাশ দুবেকে নিয়ে কানপুরের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ৷ কড়া নিরাপত্তার মধ্যে নিয়ে আসা হচ্ছিল বিকাশকে৷ পুলিশের কনভয়ে ছিল বেশ কয়েকটি গাড়ি৷ বিকাশ দুবেকে নিয়ে পুলিশ ফেরায় ওই কনভয়ের পিছু নিয়েছিল কয়েকটি সংবাদমাধ্যমের গাড়িও৷
advertisement
অভিযোগ, ভোর সাড়ে ৬টা নাগাদ কানপুরের সাচেন্ডি এলাকায় হঠাৎই সংবাদমাধ্যমের গাড়ি আটকে দেয় পুলিশ৷ ফলে তারা আর বিকাশ দুবেকে নিয়ে যাওয়া কনভয়ের পিছু নিতে পারেনি৷ এর কিছুক্ষণের মধ্যেই এনকাউন্টারের ঘটনা ঘটে৷ ঝাঁসিতেও সংবাদমাধ্যমের গাড়ি পুলিশ আটকে দেয় বলে খবর৷ এনকাউন্টারের ঠিক আগে কেন এভাবে সংবাদমাধ্যমের গাড়ি পুলিশ আটকাল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ ইতিমধ্যেই এনকাউন্টারের সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা৷ ফলে ঘটনার সাক্ষী না রাখতেই সংবাদমাধ্যমকে আটকানো হয় বলে অভিযোগ উঠছে৷
advertisement
advertisement
পুলিশ দাবি করে, যে গাড়িতে বিকাশকে নিয়ে আসা হচ্ছিল সেটি আচমকা উল্টে যায়৷ সেই সময় পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে বিকাশ দুবে৷ তাঁকে আত্মসমর্পণ করতে বলে পুলিশ৷ তা না করে বিকাশ পাল্টা গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ৷ তখনই আত্মরক্ষার স্বার্থেই গুলি চালাতে বাধ্য হয় পুলিশ৷ গুলির লড়াইতে গুরুতর আহত হয় বিকাশ৷ পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় বিকাশ দুবের৷
advertisement
শুধু সংবাদমাধ্যমকে আটকানোই নয়, এনকাউন্টারের ঘটনায় আরও একাধিক প্রশ্ন উঠছে৷ যেমন বিকাশ দুবে যখন উল্টে যাওয়া গাড়িতে থাকা পুলিশকর্মীদের কাবু করে বেরিয়ে গেল, তখন কনভয়ে থাকা অন্যান্য গাড়ির পুলিশকর্মীরা তাকে বাধা দিলেন না কেন, সেই প্রশ্ন উঠছে৷ পালানোর চেষ্টা করে থাকলে বিকাশ দুবের বুকে কীভাবে গুলি লাগল, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে৷ পুলিশের অবশ্য দাবি, আত্মসমর্পণ না করে তাদের লক্ষ্য করে গুলি চালায় বিকাশ৷ তারই জবাব দেয় পুলিশ৷
এন সি আস্থানা নামে প্রাক্তন এক আইপিএস অফিসারও দাবি করেছেন, পারিপার্শ্বিক পরিস্থিতি এবং ঘটনাস্থলের ছবি দেখে পরিষ্কার, গোটা ঘটনাই সাজানো৷ ঘটনার পর পুলিশের গাড়িটি যেভাবে উল্টে পড়ে থাকতে দেখা গিয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন ওই প্রাক্তন পুলিশকর্তা৷ পাশাপাশি চতুর্দিকে খোলা মাঠ থাকা সত্ত্বেও অত পুলিশকর্মীর মধ্যে বিকাশ দুবে কেন পালানোর ঝুঁকি নেবে, সেই প্রশ্নও তুলেছেন অবসরপ্রাপ্ত ওই আইপিএস অফিসার৷ কারণ সেক্ষেত্রে সহজেই পুলিশ যে তাকে ঘায়েল করতে পারবে, বিকাশের মতো একজন দুঁদে অপরাধীর তা সহজেই বোঝার কথা৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Vikas Dubey Encounter| মৃত গ্যাংস্টারের দেহ নিতে অস্বীকার করল পরিবার
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement