অন্ধকার মধ্যপ্রদেশ! জামিনে মুক্ত ধর্ষকের হাতেই ধর্ষণ করে খুন চারের নাবালিকা

Last Updated:

গত বছর জুনে ওই শিশুটির কাকিমাকে ধর্ষণ করে জেলে গিয়েছিল সে৷ পনেরোদিন আগেই জামিনে মুক্তি পায় সে৷ তার পরেই ফের তার লালসার শিকার ওই ছোট্ট শিশু৷

#মধ্যপ্রদেশ: চার বছরের শিশুকন্যাকে অপহরণ করে ধর্ষণ ও খুনের অভিযোগ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মোরেনা জেলায়৷ বুধবারের এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা এলাকাজুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে৷ আরেকটি ধর্ষণের ঘটনায় জেল খাটা আসামীই ফের এই শিশুকে ধর্ষণ ও খুন করেছে বলে অভিযোগ৷ অভিযুক্ত কয়েকদিন আগেই জামিনে মুক্তি পেয়েছিল৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বয়স ৪০ বছর৷ গত বছর জুনে ওই শিশুটির কাকিমাকে ধর্ষণ করে জেলে গিয়েছিল সে৷ পনেরোদিন আগেই জামিনে মুক্তি পায় সে৷ তার পরেই ফের তার লালসার শিকার ওই ছোট্ট শিশু৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত থেকেই শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ পরিবারের লোকেরা গোটা গ্রামে খোঁজাখুঁজি শুরু করেছিল৷ সেই সময়ই সরষের খেতে রক্তাক্ত অবস্থায় মেয়েটির দেহ দেখতে পান তাঁরা৷ বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরত্বের মধ্যেই মেয়ের দেহ উদ্ধার করে ভীত-সন্ত্রস্ত গোটা পরিবার৷ কান্নায় ভেঙে পড়েছেন সকলে৷ শেষ মেয়েটিকে অভিযুক্তের সঙ্গেই দেখা গিয়েছিল৷ মেয়েটি তাঁর ঠাকুমা-ঠাকুরদার সঙ্গে থাকত৷ তার বাবা-মা দু'জনেই অন্য রাজ্যে শ্রমিকের কাজ করেন৷
advertisement
বৃহস্পতিবার ফের ওই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ৷ তদন্তকারীদের জেরায় নিজের অপরাধ স্বীকার করেছে সে৷ চার বছরের মেয়েটিকে ধর্ষণ করে খুন করে সে৷ তফশিলি আইন-সহ একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ৷ দোষীর ফাঁসির দাবিতে গ্রামের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান মৃতের পরিবারের লোকেরা৷ গ্রামবাসীদের বিক্ষোভ থামাতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়৷
advertisement
advertisement
গ্রামবাসীদের দাবি, অভিযুক্ত শিশুটিকে চকোলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে যায়৷ সঙ্গে গ্রামের আরও দুই শিশুও গিয়েছিল সেখানে৷ কিন্তু কোনওক্রমে সেখান থেকে চলে যায় তারা৷ অন্যদিকে, মধ্যপ্রদেশের রেওয়া জেলাতেও আরেকটি ধর্ষণের ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে৷ ৫ বছরের নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার৷ মেয়েটি আপাতত হাসপাতালে চিকিৎসাধীন৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
অন্ধকার মধ্যপ্রদেশ! জামিনে মুক্ত ধর্ষকের হাতেই ধর্ষণ করে খুন চারের নাবালিকা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement